ঢাকা, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

আমীর খসরুর উপর খালেদা জিয়ার ক্ষোভের অডিও ফাঁস-বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ০২ ১৮:২৩:৪২
আমীর খসরুর উপর খালেদা জিয়ার ক্ষোভের অডিও ফাঁস-বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

হাসান: বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া ও দলটির জ্যেষ্ঠ নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর মধ্যকার একটি পুরোনো অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ২০১৩ সালের উত্তাল রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ধারণকৃত এই ফোনালাপে দেখা যায়, আমীর খসরুর কর্মকাণ্ডে চরম ক্ষুব্ধ ছিলেন বেগম জিয়া। চট্টগ্রামের দলীয় কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগে এমনকি তাঁকে দল থেকে সরিয়ে দেওয়ার (রিমুভ) হুমকিও দিয়েছিলেন তৎকালীন এই বিরোধীদলীয় নেত্রী।

"বেশি কথা বলবেন না, নির্দেশ পালন করেন"ভাইরাল হওয়া ফোনালাপে শোনা যায়, বিএনপি নেতা গোলাম আকবর খোন্দকারকে ফোন করে কড়া নির্দেশ দিচ্ছেন বেগম জিয়া। তিনি বলেন, আমীর খসরু যেন ডা. শাহাদাতের দলীয় কোনো কাজে কোনোভাবেই বাধা সৃষ্টি না করেন। কথোপকথনের এক পর্যায়ে গোলাম আকবর খোন্দকার কিছু বলতে চাইলে ধমকের সুরে খালেদা জিয়া বলেন, "আপনাকে যা বলছি, সেটাই করেন। বেশি কথা বলবেন না। বলে দেন—খসরু যেন কোনো কাজে বাধা না দেয়। কোনো কাজে যদি বাধা দেয়, ইমিডিয়েটলি রিমুভ করব তাকে।"

২০১৩ সালের প্রেক্ষাপট ও নেপথ্য কারণঘটনাটি ২০১৩ সালের, যখন বিএনপি সরকারবিরোধী আন্দোলনের চূড়ান্ত ধাপে ছিল। চট্টগ্রাম মহানগরের নেতৃত্বে থাকা আমীর খসরুর সঙ্গে স্থানীয় নেতাদের কর্মসূচি পালন নিয়ে তীব্র মতভেদ তৈরি হয়েছিল। সাবেক সাংগঠনিক নেতা গোলাম আকবর খোন্দকার অডিওটির সত্যতা নিশ্চিত করে জানান, একটি নির্দিষ্ট কর্মসূচি পালনে খসরু সাহেব রাজি ছিলেন না বলেই ম্যাডাম (বেগম জিয়া) অত্যন্ত বিরক্ত হয়ে ওই নির্দেশ দিয়েছিলেন।

হঠাৎ কেন ভাইরাল? রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধপ্রায় এক যুগ আগের একটি ব্যক্তিগত আলাপ এখন জনসমক্ষে আসা নিয়ে বিএনপির অন্দরে নানামুখী প্রশ্ন উঠছে। দলটির কেন্দ্রীয় নেতাদের ধারণা, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের জ্যেষ্ঠ নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কোনো বিশেষ পক্ষ সুপরিকল্পিতভাবে এই পুরোনো রেকর্ড ছড়িয়ে দিয়েছে। তবে আমীর খসরু মাহমুদ চৌধুরী এই অডিও বা বেগম জিয়ার কঠোর মনোভাবের বিষয়ে বর্তমানে কোনো মন্তব্য করতে রাজি হননি।

ট্যাগ: বেগম খালেদা জিয়ার অডিও রেকর্ড আমীর খসরু মাহমুদ চৌধুরী বিএনপি খালেদা জিয়া আমীর খসরু ফোনালাপ ২০১৩ সালের বিএনপি আন্দোলন গোলাম আকবর খোন্দকার অডিও বিএনপি নেতার ফোনালাপ ফাঁস চট্টগ্রামের বিএনপি রাজনীতি নিউজ খালেদা জিয়ার ভাইরাল ভিডিও ২০২৬ ডা. শাহাদাত হোসেন বিএনপি চট্টগ্রাম বিএনপির রাজনৈতিক ষড়যন্ত্র খবর খালেদা জিয়ার গোপন অডিও আমীর খসরুকে রিমুভ করার হুমকি বিএনপি নিউজ ২০২৬ বেগম জিয়ার কড়া নির্দেশ চট্টগ্রামের দলীয় কোন্দল বিএনপি Khaleda Zia Viral Audio Leak Amir Khosru Mahmud Chowdhury News BNP Leaders Phone Conversation Khaleda Zia Angry on Amir Khosru Golam Akbar Khondakar Interview 2013 BNP Protest Chittagong Dr. Shahadat Hossain BNP News BNP Internal Conflict Leak Khaleda Zia Phone Call Record Amir Khosru Removal Threat Bangladesh Politics Latest News 2026 Viral Political Audio BD Khaleda Zia Instruction to Golam Akbar History of BNP Politics BNP Leader leaked audio news

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ