ঢাকা, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

থার্টি ফার্স্ট নাইটের আনন্দ বিষাদ: বারে বি’স্ফোরণ, নি’হত ৪০

বিশ্ব ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ০২ ১২:২৭:২৩
থার্টি ফার্স্ট নাইটের আনন্দ বিষাদ: বারে বি’স্ফোরণ, নি’হত ৪০

হাসান: নতুন বছর ২০২৬ বরণের আনন্দ মুহূর্তে রূপ নিল এক বিভীষিকায়। সুইজারল্যান্ডের ক্রানস মোন্টানার একটি জনপ্রিয় মদের বারে 'থার্টি ফার্স্ট নাইট' উদযাপন চলাকালে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় অন্তত ৪০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, আর দগ্ধ অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন আরও প্রায় ১০০ জন।

উৎসবের মাঝেই আগুনের লেলিহান শিখাসুইস পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় 'লে কন্সটেলেশন' (Le Constellation) নামক বারে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। সে সময় সেখানে ইংরেজি নববর্ষ উপলক্ষে জমকালো কনসার্ট চলছিল। প্রত্যক্ষদর্শীদের মতে, গানের তালের মাঝেই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই পুরো বারটি অগ্নিকুণ্ডে পরিণত হয়।

হতাহতের সংখ্যা নিয়ে উদ্বেগসুইস সংবাদমাধ্যম 'ডেইলি ব্লিক' ও আঞ্চলিক গণমাধ্যম 'লে নোভেলিসতে'র তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা ৪০ ছাড়িয়ে যেতে পারে। আহতদের অনেকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই উদ্ধারকাজে নামে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে একাধিক উদ্ধারকারী হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। স্বজনদের তথ্যের জন্য জরুরি বুথ খুলেছে স্থানীয় প্রশাসন।

বিস্ফোরণের নেপথ্যে কী?বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো নিশ্চিত করতে পারেনি সুইজারল্যান্ড পুলিশ। তবে ধারণা করা হচ্ছে, কনসার্ট চলাকালীন আতশবাজি বা এ জাতীয় ‘পায়রোটেকনিকস’ ব্যবহারের ফলে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তদন্তের স্বার্থে ক্রানস মোন্টানা এলাকায় বর্তমানে 'নো ফ্লাই জোন' ঘোষণা করা হয়েছে। পর্যটন এলাকায় এমন প্রাণহানি পুরো দেশজুড়ে শোকের ছায়া ফেলেছে।

ট্যাগ: সুইজারল্যান্ড বার বিস্ফোরণ আজ থার্টি ফার্স্ট নাইট দুর্ঘটনা ২০২৬ ক্রানস মোন্টানা অগ্নিকাণ্ড সুইজারল্যান্ডে বিস্ফোরণে নিহতের খবর ইংরেজি নববর্ষ উদযাপন দুর্ঘটনা লে কন্সটেলেশন বার নিউজ সুইজারল্যান্ডে নো ফ্লাই জোন থার্টি ফার্স্ট নাইটে আগুন আন্তর্জাতিক ব্রেকিং নিউজ আজ সুইজারল্যান্ডে পর্যটক নিহতের সংখ্যা ক্রানস মোন্টানা কনসার্ট অগ্নিকাণ্ড মদের বারে বিস্ফোরণ সুইজারল্যান্ড সুইস নিউজ আপডেট ১ জানুয়ারি থার্টি ফার্স্ট নাইট অগ্নিকাণ্ড ২০২৬ ডেইলি ব্লিক সুইজারল্যান্ড নিউজ Switzerland Bar Explosion 2026 Crans-Montana Fire Incident Le Constellation Bar Explosion Thirty First Night Tragedy Switzerland New Year 2026 Accident News Switzerland 40 Dead in Bar Fire Switzerland No Fly Zone News Crans-Montana Explosion Update Daily Blick News Switzerland Switzerland Bar Concert Fire Latest International News Jan 1 Switzerland Holiday Tragedy Pyrotechnics Accident Switzerland Europe New Year Tragedy 2026 Switzerland Police Statement Bar Fire

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ