ঢাকা, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

হাদি হ’ত্যাকান্ড: অবশেষে দায় স্বীকার করল আসল আসামি

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ০২ ১২:০৬:৫৪
হাদি হ’ত্যাকান্ড: অবশেষে দায় স্বীকার করল আসল আসামি

হাসান: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় এবার আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন প্রধান আসামির দুই সহযোগী সঞ্জয় চিসিম ও মো. ফয়সাল। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালতে তারা এই জবানবন্দি প্রদান করেন। জবানবন্দি রেকর্ড শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিল থেকে ঘাতক অস্ত্র উদ্ধারমামলার তদন্তে বড় ধরনের অগ্রগতি হিসেবে র‍্যাব সদস্যরা নরসিংদী জেলার সদর থানাধীন তরুয়া এলাকার একটি বিল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করেছে। প্রধান আসামি শ্যুটার ফয়সাল করিম মাসুদের শ্যালকের বন্ধু এই ফয়সালকে আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতেই 'তরুয়ার বিল' থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

তদন্ত ও গ্রেফতারের আপডেটগত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে প্রথমে হত্যাচেষ্টা মামলা দায়ের করলেও হাদির মৃত্যুর পর এটি এখন পূর্ণাঙ্গ হত্যা মামলায় (৩০২ ধারা) রূপান্তরিত হয়েছে। চাঞ্চল্যকর এই মামলায় এখন পর্যন্ত মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে প্রধান আসামির বাবা মো. হুমায়ুন কবির, মা হাসি বেগম এবং স্ত্রী সাহেদা পারভীন সামিয়াসহ আটজনই ইতোমধ্যে আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

প্রধান আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞামামলার মূল হোতা শ্যুটার ফয়সাল করিম মাসুদকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি যেন কোনোভাবেই সীমান্ত পার হয়ে পালিয়ে যেতে না পারেন, সেজন্য আদালত ইতোমধ্যে তার দেশত্যাগে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, হত্যার পরিকল্পনা থেকে শুরু করে আত্মগোপনে সহায়তাকারী পুরো চক্রটিকেই আইনের আওতায় আনা হচ্ছে।

ট্যাগ: Sharif Osman Hadi Murder Case আবদুল্লাহ আল জাবের ইনকিলাব মঞ্চ শরীফ ওসমান হাদি হত্যা মামলা ইনকিলাব মঞ্চের মুখপাত্র সংবাদ হাদি হত্যার জবানবন্দি আজ শ্যুটার ফয়সাল করিম মাসুদ নরসিংদী থেকে অস্ত্র উদ্ধার র‍্যাব শরীফ ওসমান হাদি নিউজ আপডেট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত খবর হাদি হত্যার প্রধান আসামি গ্রেফতার সঞ্জয় চিসিম ও ফয়সালের জবানবন্দি বাংলাদেশের আলোচিত হত্যা মামলা ২০২৬ তরুয়ার বিল থেকে অস্ত্র উদ্ধার ইনকিলাব মঞ্চ হত্যা মামলা আপডেট শরিফ ওসমান হাদি হত্যার কারণ বিপিএল ও হাদি হত্যা সংবাদ Inquilab Mancha Spokesperson News Hadi Murder Statement Court Shooter Faisal Karim Masood News RAB Recover Weapon Narsingdi Sharif Osman Hadi Updates Jan 1 Dhaka Metropolitan Magistrate Court News Inquilab Mancha Member Secretary Jaber Hadi Murder Arrest List Sanjoy Chisim Confession Faisal Karim Masood Travel Ban Weapon Recovered from Tarua Bil BD Politics and Crime News Sharif Osman Hadi Latest News Inquilab Mancha Murder Investigation

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ