ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

আবহাওয়ার পূর্বাভাস: কুয়াশার দাপটে স্থবির জনজীবন (২৯ ডিসেম্বর)

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ২৯ ১০:১৯:৫৭
আবহাওয়ার পূর্বাভাস: কুয়াশার দাপটে স্থবির জনজীবন (২৯ ডিসেম্বর)

হাসান: পৌষের বিদায়লগ্নে সারা দেশে জেঁকে বসেছে শীত। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে আজ সোমবার (২৯ ডিসেম্বর) দেশের অনেক এলাকায় হাড়কাঁপানো ঠান্ডার অনুভূতি অব্যাহত থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে রাতের তাপমাত্রা কিছুটা কমে শীতের কামড় আরও বাড়তে পারে।

বিপাকে যাতায়াত ব্যবস্থা: ঘন কুয়াশার দাপটআবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মধ্যরাত থেকে শুরু হয়ে ঘন কুয়াশা অনেক জায়গায় দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। মাঝারি থেকে ঘন এই কুয়াশার কারণে সড়কপথ, অভ্যন্তরীণ নৌ-পরিবহন এবং আকাশপথে বিমান চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে যানবাহন চালানো এবং নৌ-চলাচলে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

তাপমাত্রার ওঠানামা ও সিনপটিক অবস্থাবর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি অংশ পশ্চিমবঙ্গ ও তার আশেপাশের এলাকায় অবস্থান করছে। অন্যদিকে, দক্ষিণ বঙ্গোপসাগরে স্বাভাবিক লঘুচাপ বিরাজমান, যার প্রভাব উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই ভৌগোলিক অবস্থার কারণে আজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতে ঠান্ডা আরও বাড়তে পারে। উত্তর-পশ্চিমাঞ্চলসহ দেশের নদী অববাহিকায় শীতের তীব্রতা বেশি অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ট্যাগ: ঢাকা আবহাওয়া আপডেট শৈত্যপ্রবাহের খবর আজ উত্তরবঙ্গের শীতের খবর বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা কত আজ ঘন কুয়াশায় বিমান চলাচল ব্যাহত Lowest Temperature in Bangladesh Today আজকের আবহাওয়ার খবর ২৯ ডিসেম্বর ঘন কুয়াশার সতর্কবার্তা জানুয়ারি মাসের আবহাওয়ার পূর্বাভাস ২০২৬ শীতের তীব্রতা ও আবহাওয়া অফিস আজ রাতের তাপমাত্রা কত বাংলাদেশের আবহাওয়ার ১০ দিনের পূর্বাভাস কুয়াশার কারণে লঞ্চ চলাচল বন্ধ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ খবর বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা আছে কি তীব্র শীত ও কুয়াশা পরিস্থিতি Bangladesh Weather Update 29 Dec Fog Alert Bangladesh Today Cold Wave Warning BD 2026 Dense Fog Impact on Flight BMD Weather Forecast Next 5 Days Weather Report 29 December BD Winter Outlook Bangladesh Visibility Alert Roads and Rivers Dhaka Weather Today Update Night Temperature Drop BD Weather Synoptic Situation BD Fog Duration Forecast Bangladesh BD Weather News Live Cold Winter Morning Bangladesh

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ