ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

মধ্যরাতে এভারকেয়ারে তারেক রহমান, খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ২৯ ১০:০৬:০১
মধ্যরাতে এভারকেয়ারে তারেক রহমান, খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা

হাসান: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে আবারও হাসপাতালে ছুটে গেছেন তাঁর বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ ডিসেম্বর) রাত ১০টা ৫৭ মিনিটে তিনি বসুন্ধরার এই হাসপাতালে পৌঁছান। সেখানে তিনি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং মায়ের চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে বিস্তারিত অবহিত হন। প্রায় এক ঘণ্টা অবস্থানের পর রাত ১২টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন।

পরিবারের সদস্যদের ভিড় ও নিবিড় পর্যবেক্ষণলন্ডন থেকে দেশে ফেরার পর গত কয়েক দিনে এটি তারেক রহমানের তৃতীয়বার হাসপাতালে যাওয়া। এর আগে বৃহস্পতিবার ও শনিবারও তিনি মাকে দেখতে গিয়েছিলেন। শুধু তারেক রহমানই নন, রোববার রাতে হাসপাতালে গিয়েছিলেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান, শাশুড়ি ইকবাল মান্দ বানু এবং খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলাম। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় হাসপাতালের কেবিনে অবস্থান করেন এবং মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলেন।

চিকিৎসকদের উদ্বেগ: ‘অবস্থা অত্যন্ত জটিল’৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার মধ্যরাতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি হয়েছে এমনটি বলার অবকাশ নেই। লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভোগা বেগম জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত ‘সংকটময়’।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড চব্বিশ ঘণ্টা তাঁর স্বাস্থ্য পর্যবেক্ষণ করছে।

ট্যাগ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া খালেদা জিয়ার চিকিৎসা আপডেট তারেক রহমান লন্ডন থেকে ফেরা Bangladesh Politics Breaking News খালেদা জিয়ার সর্বশেষ খবর আজ তারেক রহমান এভারকেয়ার হাসপাতাল খালেদা জিয়ার শারীরিক অবস্থা ২০২৬ ডা. জুবাইদা রহমান সংবাদ এভারকেয়ার হাসপাতাল বসুন্ধরা নিউজ খালেদা জিয়ার লিভার সিরোসিস আপডেট ডা. এ জেড এম জাহিদ হোসেন সংবাদ সম্মেলন বেগম জিয়া ব্রেকিং নিউজ আজ তারেক রহমান ঢাকা সফর খালেদা জিয়ার মেডিকেল বোর্ড বিএনপির সাম্প্রতিক খবর খালেদা জিয়ার সুস্থতা কামনা Khaleda Zia Latest Health Update Tarique Rahman Evercare Hospital Visit Khaleda Zia News Today 2026 Tarique Rahman in Dhaka Dr. Zubaida Rahman Latest News Khaleda Zia Critical Condition Evercare Hospital Updates BD Khaleda Zia Liver Cirrhosis News Tarique Rahman Meeting Doctors BNP Chairperson Health Status Khaleda Zia Medical Board News Tarique Rahman Back in BD Khaleda Zia Respiratory Problems BNP Latest Press Briefing

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ