ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

হাসান

রিপোর্টার

হাদিসহ কিলিং টার্গেটে আছেন যারা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য-এর পেছনে কার হাত?

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ১৩ ২৩:২৭:০০
হাদিসহ কিলিং টার্গেটে আছেন যারা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য-এর পেছনে কার হাত?

হাসান: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হাদি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।

এই হামলার প্রেক্ষাপটে সামনে এসেছে আরও ভয়ংকর তথ্য হাদিসহ শীর্ষস্থানীয় কয়েকজন জুলাই সংগঠক আগেই ‘টার্গেট কিলিং’-এর ঝুঁকিতে ছিলেন বলে সরকারকে স্পর্শকাতর তথ্য জানানো হয়েছিল। কিন্তু সেই সতর্কবার্তা আমলে নেওয়া হয়নি এমন গুরুতর অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা।

কিলিং লিস্টে কারা? হাদির পাশাপাশি আরও যাদের নাম

সূত্রমতে, টার্গেট কিলিংয়ের ওই তালিকায় হাদির পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ আরও কয়েকজন জুলাই সংগঠকের নাম উঠে আসে।

সংশ্লিষ্টরা জানান, সেপ্টেম্বর মাসেই যুক্তরাজ্যপ্রবাসী এক আইনজীবীর মাধ্যমে এই সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। এমনকি হাদি, হাসনাত ও ফুয়াদ নিজেরাই আলাদাভাবে হুমকির বিষয়টি সরকারের দায়িত্বশীল মহলের নজরে আনেন।

বিদেশি সূত্র, গোয়েন্দা তথ্য ও উপেক্ষার অভিযোগ

সূত্র জানায়, যুক্তরাজ্যপ্রবাসী ওই আইনজীবী পেশাগত কারণে বিশ্বের একাধিক দেশের গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংস্থার সঙ্গে যুক্ত। সেই সূত্র ধরেই তিনি জুলাই সংগঠকদের ওপর হামলার বিষয়ে বিশ্বাসযোগ্য ও সুনির্দিষ্ট তথ্য পান। তিনি ঢাকায় এসে সংশ্লিষ্টদের সঙ্গে একাধিক বৈঠক করেন এবং ঝুঁকির বিষয়টি গুরুত্ব দিয়ে সরকার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে অবহিত করেন।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এ প্রসঙ্গে বলেন, অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তথ্য আমরা সরকারকে জানিয়েছিলাম। কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শুধু ব্যক্তিগত নিরাপত্তা দিলেই সমস্যার সমাধান হয় না।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে বড় ধরনের অভিযান ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। লোক দেখানো অভিযান পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলবে।

হামলার নেপথ্যে কারা? বিদেশে থাকা ভাড়াটে খুনির নাম

পুলিশ সূত্র জানিয়েছে, হাদির ওপর হামলার ঘটনায় বিদেশে অবস্থানরত সন্ত্রাসীদের সংশ্লিষ্টতা থাকতে পারে। ঘটনার সঙ্গে জড়িত হিসেবে ‘ফিলিপ ওরফে গারো ফিলিপ’ নামের এক ভাড়াটে কিলারের নাম উঠে এসেছে। হামলার পর থেকেই তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশের ধারণা, ফিলিপকে আটক করা গেলে এই কিলিং মিশনের নেপথ্যে থাকা মূল পরিকল্পনাকারীদের পরিচয় বেরিয়ে আসতে পারে।

এদিকে, এ বিষয়ে সরকারের বক্তব্য জানতে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং আইজিপি বাহারুল আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি। পরে আইজিপি বাহারুল আলম খুদেবার্তায় জানান, এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে আসেনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ