ঢাকা, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

হাসান

রিপোর্টার

৩২ ঘণ্টা পর উদ্ধার শিশু সাজিদ: জানুন বর্তমান অবস্থা

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ১২ ০০:৪৬:১২
৩২ ঘণ্টা পর উদ্ধার শিশু সাজিদ: জানুন বর্তমান অবস্থা

হাসান: রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপের গভীর গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে ৩২ ঘণ্টা পর উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো গেল না। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

উদ্ধারের পর হাসপাতালের শয্যায় শেষ নিঃশ্বাস

ফায়ার সার্ভিসের দল রাত ৯টা ৫ মিনিটের দিকে প্রায় ৪০ ফুট গভীরতা থেকে শিশুটিকে বাইরে তুলে আনে। দ্রুত তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক জানান, রাত ৯টা ৪০ মিনিটের দিকে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারের আগমুহূর্তে সংশ্লিষ্টদের শেষ আশা

উদ্ধারের সময় তানোর থানার ওসি মো. শাহীনুজ্জামান জানান, শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং চিকিৎসকেরাই তার অবস্থার বিষয়ে নিশ্চিত করবেন। তবে পরিবারের সেই অপেক্ষা আর শেষ পর্যন্ত আনন্দে রূপ নেয়নি।

কীভাবে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা

গতকাল বুধবার দুপুর ১টার দিকে পঞ্চন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে পরিত্যক্ত গভীর নলকূপের খাদে পড়ে যায় সাজিদ।

পুলিশ জানায়, দুপুরে মাটি বোঝাই একটি ট্রলি সেখানে হঠাৎ দেবে যায়। বিষয়টি দেখতে মা রুনা খাতুন ছেলে সাজিদকে নিয়ে মাঠে যান। হাঁটার এক পর্যায়ে সাজিদ হঠাৎ "মা" বলে চিৎকার করলে তিনি বুঝতে পারেন তার সন্তান গর্তে পড়ে গেছে। পরক্ষণেই গর্তের গভীর থেকে আবারও শিশুর "মা" ডাক শোনা যায়, যা মুহূর্তেই পুরো গ্রামে শোকের ছায়া নামিয়ে আনে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ