ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

হাসান

রিপোর্টার

আইএল টি-২০ অভিষেকেই মুস্তাফিজের ঝলক

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ০৭ ১৮:০৭:১০
আইএল টি-২০ অভিষেকেই মুস্তাফিজের ঝলক

হাসান: ইন্টারন্যাশনাল লিগ টি–টোয়েন্টিতে (আইএল টি–টোয়েন্টি) নতুন অধ্যায় শুরু করলেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। দুবাই ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচেই নিজেকে সেরা রূপে তুলে ধরে জানান দিলেন অভিজ্ঞতার কথা।

গতকাল শনিবার গালফ জায়ান্টসের বিপক্ষে আইএল টি–টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের জার্সিতে অভিষেক হয় মুস্তাফিজের। ডানহাতি ও বাঁহাতি ব্যাটারের বিপক্ষে তার কাটার–স্লোয়ারের জাদু আবারও চোখে পড়েছে। নিজের ৪ ওভারের স্পেলে মাত্র ২৬ রান খরচায় তুলে নেন দুইটি মূল্যবান উইকেট।

ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথমবার বল হাতে নেন মুস্তাফিজ এবং প্রথম বলেই দলের সাফল্য এনে দেন। তার নিখুঁত ডেলিভারিটি মোকাবিলা করতে ব্যর্থ হন আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। ম্যাচের শুরুতেই এমন উইকেট দুবাই শিবিরে বাড়তি আত্মবিশ্বাস যোগায়।

পরে দ্বিতীয় স্পেলে ফিরে এসে আবারও আঘাত হানেন তিনি। ১২তম ওভারের প্রথম বলেই ফিরিয়ে দেন লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কাকে। এই সময়ে নিশাঙ্কা ছিলেন আক্রমণাত্মক মেজাজে এবং দ্রুত রান তুলছিলেন। তাকে থামিয়ে ম্যাচে ফিরতে চেষ্টা করে দুবাই ক্যাপিটালসকে গুরুত্বপূর্ণ মুহূর্তে স্বস্তি এনে দেন মুস্তাফিজ।

তবে মুস্তাফিজের উজ্জ্বল পারফরম্যান্সও দলের জয় নিশ্চিত করতে পারেনি। আগে ব্যাট করে দুবাই ক্যাপিটালস ৬ উইকেটে সংগ্রহ করেছিল ১৬০ রান। কিন্তু জবাবে গালফ জায়ান্টস ১৮ ওভার ৫ বলেই ৬ উইকেট হাতে রেখে প্রয়োজনীয় রান তুলে নেয় এবং ম্যাচ জিতে মাঠ ছাড়ে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ