ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

চট্টগ্রামে আজ বাঁচা-মরার লড়াই: বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-টোয়েন্টি (live)

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ অক্টোবর ২৯ ১৮:১৭:১২
চট্টগ্রামে আজ বাঁচা-মরার লড়াই: বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-টোয়েন্টি (live)

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ (২৯ অক্টোবর, ২০২৫) চট্টগ্রামের মাঠে মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে হারের পর সিরিজে টিকে থাকতে হলে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের জন্য এটি এখন সত্যিকারের ‘বাঁচা-মরার ম্যাচ’।

অন্যদিকে, প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী ক্যারিবীয়রা আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিতে পারবে। ফলে দু’দলের জন্যই আজকের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রামের দর্শকরাও আশা করছেন এক রোমাঞ্চকর লড়াইয়ের।

বাংলাদেশ একাদশ

লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানজিদ হাসান, সাইফ হাসান, নুরুল হাসান, শামীম হোসেন, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যালেক অ্যাথানাজ, ব্র্যান্ডন কিং, রস্টন চেজ, শেরফানে রাদারফোর্ড, রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকেল হোসেন, খারি পিয়ের, জেইডেন সিলস।

ম্যাচ টি লাইফ দেখতে এই লিংকে ক্লিক করুন