সদ্য সংবাদ
বেগম জিয়ার অবস্থা নিয়ে সর্বশেষ আপডেটে যা জানা গেল
হাসান: রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে অপরিবর্তিত। তবে তাকে দেওয়া চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছেন, যা পরোক্ষভাবে কিছু উন্নতির ইঙ্গিত বহন করছে।
চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, গত কয়েক দিন ধরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন ঘটেনি। তবে চিকিৎসা গ্রহণে সক্ষম হওয়ায় তা ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। চিকিৎসকরা আশাবাদী, যদি নতুন করে অবনতি না ঘটে, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক চিকিৎসক ঢাকা পোস্টকে বলেন, গত কয়েক দিনে ম্যাডামের অবস্থা অপরিবর্তিত। তবে তিনি তিনটি মেডিসিন গ্রহণ করতে পারছেন, এটাকে পরোক্ষভাবে উন্নতি বলা যেতে পারে। চিকিৎসকরা আশাবাদী।
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার জানান, ভালো-মন্দ মিলিয়ে ম্যাডাম আগের মতোই আছেন।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমান লন্ডন থেকে সার্বক্ষণিক খোঁজ-খবর নিতেন। বর্তমানে তিনি দেশে এসে হাসপাতালে গিয়ে মেডিক্যাল বোর্ডের সঙ্গে আলোচনা করে নিকটবর্তীভাবে খালেদা জিয়ার চিকিৎসার তদারকি করছেন।
ডা. রফিকুল আরও বলেন, অতীতের দুঃসময়ে অনেক বাধা সত্ত্বেও মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা ম্যাডামের সেবা দিয়েছেন, এবং এখনও দিন-রাত পরিশ্রম করে চিকিৎসা করছেন। কোনো গুজবের প্রভাব না নিয়ে দেশবাসীর কাছে দোয়া চাইছি।
এদিকে, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে, তবে তার বিদেশ যাত্রা তার শারীরিক সক্ষমতার ওপর নির্ভর করবে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিদেশে নেওয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। মেডিক্যাল বোর্ড শারীরিকভাবে যথোপযুক্ত মনে করলে তখনই তিনি নিরাপদভাবে যাত্রা করবেন।
তিনি আরও যোগ করেন, শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি সমস্যা এবং মেডিক্যাল বোর্ডের জরুরি সিদ্ধান্তের কারণে বিমানযাত্রা হয়নি। ভবিষ্যতেও শারীরিক অবস্থাই নির্ধারণ করবে কখন তাকে বিদেশে নেওয়া সম্ভব।
খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। ২৭ নভেম্বর তার অবস্থা সংকটাপন্ন হলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নেওয়া হয় এবং নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে। তার স্বাস্থ্য পরিস্থিতি খতিয়ে দেখতে আন্তর্জাতিক চিকিৎসকরা যুক্ত হয়েছেন।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসসহ নানা জটিলতায় ভুগছেন।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভয়াবহ ভূমিকম্প: কম্পন ৭ মাত্রার
- চলছে ব্রাজিল বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে
- লাইভ স্কোর: ৩০ মিনিটে ব্রাজিল ২-০ গোলে এগিয়ে, খেলা দেখুন এখানে
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: কবে, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- রিয়াল বেটিস বনাম বার্সেলোনা লা লিগা: ছয় গোল, ম্যাচ চলছে-সরাসরি দেখুন(LIVE)
- মাত্র ২ মিনিটেই জেনে নিন জমির আসল মালিক কে
- দলিল রেজিস্ট্রেশন: আর বাড়তি টাকা নয়, নতুন নিয়ম ২০২৬ থেকে
- ব্রাজিল বনাম বাংলাদেশ; মোবাইলে যেভাবে দেখবেন
- ইন্টার মায়ামি বনাম ভ্যানকুভার: ফাইনাল ম্যাচটি শেষ ৪ গোলে-দেখুন ফলাফল
- ফুটবল বিশ্বকাপ ২০২৬: দেখুন পূর্ণাঙ্গ সূচি-জানুন বিস্তারিত
- আজারবাইজানের বনাম বাংলাদেশ; কখন কোথায় কিভাবে দেখবেন
- আজকের সকল টাকার রেট: ৪ ডিসেম্বর