ঢাকা, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

যুদ্ধবিরতির আলোচনা চলাকালেই নিহত ১০৯

বিশ্ব ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জুলাই ০২ ১২:০৪:১৭
যুদ্ধবিরতির আলোচনা চলাকালেই নিহত ১০৯

নিজস্ব প্রতিবেদক: যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনা চললেও থেমে নেই ইসরায়েলের হামলা। বরং সময়ের সাথে সাথে তা আরও ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর চালানো দফায় দফায় হামলায় গাজা উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ১০৯ ফিলিস্তিনি। মঙ্গলবার (১ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ১৬ জন ছিলেন সাধারণ নাগরিক, যারা খাদ্য সহায়তা নিতে এসেছিলেন দক্ষিণাঞ্চলের একটি বিতরণ কেন্দ্রে। হঠাৎ করে সেখানে ইসরায়েলি সেনারা গুলি চালালে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।

উল্লেখযোগ্যভাবে, মাত্র এক মাসেই গাজায় খাদ্য সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন প্রায় ৬০০ জন বেসামরিক মানুষ—যা মানবিক সংকটকে আরও ভয়াবহ করে তুলেছে।

এছাড়া, গাজা সিটির বিভিন্ন এলাকায় অভিযান আরও জোরদার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। কোয়াডকপ্টার ড্রোনের মাধ্যমে চালানো হামলায় নিহত হয়েছেন আরও ৫ জন।

অপরদিকে, দক্ষিণাঞ্চলের খান ইউনিস ও আল মাওয়াসি এলাকায় চালানো বিমান হামলায় কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

গত একদিনেই গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনী ১৪০টিরও বেশি হামলা চালিয়েছে। এর ফলে মৃত্যু ও ধ্বংসের চিত্র ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। চলমান এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৫৬ হাজার ছাড়িয়ে গেছে।

যদিও আন্তর্জাতিক মহলে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা নিয়ে আলোচনা চলছে, বাস্তব চিত্রে গাজা আজও রক্তাক্ত ও বিপর্যস্ত।

সোহাগ/

ট্যাগ: ইসরায়েল

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ