সদ্য সংবাদ
ইরানি পাল্টা হামলায় ইসরায়েলের বিপুল ক্ষয়ক্ষতি: প্রকাশ পেল পরিসংখ্যান
নিজস্ব প্রতিবেদক: ১২ দিনের টানা সংঘাতের পর ২৪ জুন ইরান-ইসরায়েল যুদ্ধবিরতিতে পৌঁছায়। এই সাময়িক শান্তির পেছনে রয়েছে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও ক্ষয়ক্ষতির চিত্র। বিশেষ করে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলকে বড় ধরনের ক্ষতির মুখোমুখি হতে হয়েছে, যার প্রাথমিক পরিসংখ্যান প্রকাশ পেয়েছে।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ইসরায়েলের জনপ্রিয় সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ-এর তথ্যমতে, ১৩ জুন সংঘাত শুরুর পর দেশটির কর কর্তৃপক্ষের কাছে এখন পর্যন্ত প্রায় ৩৮ হাজার ৭০০টি ক্ষতিপূরণ দাবি জমা পড়েছে।
এই আবেদনের মধ্যে রয়েছে ৩০ হাজার ৮০০টির বেশি ভবন, ৩ হাজার ৭০০-এর বেশি যানবাহন এবং ৪ হাজারেরও বেশি যন্ত্রপাতি ও অন্যান্য সম্পদের ক্ষয়ক্ষতির দাবি। সংশ্লিষ্টদের ধারণা, এখনো অনেক ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান আবেদন জমা দেননি, তাই চূড়ান্ত সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে ইসরায়েলি ওয়েবসাইট বেহাদরে হারেদিম জানিয়েছে, শুধু তেলআবিব অঞ্চল থেকেই এসেছে ২৪ হাজার ৯০০টির বেশি আবেদন। দক্ষিণাঞ্চলের আশকেলোন শহর থেকেও প্রায় ১০ হাজার ৮০০টি ক্ষতিপূরণ দাবি জমা পড়েছে।
যদিও ক্ষতির মাত্রা বিপুল, তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে মোট আর্থিক ক্ষতির পরিমাণ জানায়নি। তবে ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েকশ কোটি ডলারে পৌঁছাতে পারে।
উল্লেখ্য, ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় একাধিক বিমান হামলা চালায়। ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করে, ইরান পরমাণু অস্ত্র তৈরির পথে রয়েছে। তবে তেহরান এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে।
জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েলি বিভিন্ন স্থাপনায়। পরিস্থিতি জটিল হয়ে পড়ে যখন যুক্তরাষ্ট্র সরাসরি সংঘর্ষে যুক্ত হয়ে ইরানের তিনটি পরমাণু স্থাপনায় বোমা নিক্ষেপ করে।
অবশেষে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ১২ দিনের টানা উত্তেজনার অবসান ঘটে এবং সংঘাত আপাতত থেমে যায়।
সোহাগ/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- তারেক রহমানের নির্দেশে বিএনপির মনোনয়নে বড় রদবদল-তালিকা প্রকাশ, বাদ পড়লেন যারা
- পে স্কেল চূড়ান্ত? যা যা রয়েছে রিপোর্টে দেখুন এক নজরে
- নবম পে-স্কেল: ২০ গ্রেড কমে ১৩ গ্রেড, সর্বোচ্চ বেতন ১.২৮ লাখ
- নবম জাতীয় পে স্কেল: গ্রেড কমছে, বেতন বাড়ছে দ্বিগুণ
- বিএনপির প্রার্থী তালিকায় বড় চমক: হেভিওয়েটদের বাদ, নতুন মুখে ভরসা
- নতুন পে স্কেল: ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর
- বিএনপির চূড়ান্ত মনোনয়নে বড় পরিবর্তন: নতুন এলেন যারা-বাদ পড়লেন যারা
- আবারও প্রার্থী পরিবর্তন করল বিএনপি: দেখে নিন চুড়ান্ত তালিকা
- ভয়াবহ ভূমিকম্প: জানুন কত মাত্রার-উৎপত্তি কোথায়?
- বিএনপির হাইকমান্ডের নির্দেশে আবারও পরিবর্তন প্রার্থী তালিকা
- হাদিকে যে প্রস্তাব দিয়েছিল শু’টার ফয়সাল, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
- ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তি স্থল-ক্ষয়ক্ষতির পরিমাণ
- ২০২৫ সালে বাংলাদেশের ১০ শীর্ষ ধনী: এক নজরে তাদের পরিচয়
- নবম পে স্কেলে বড় পরিবর্তন: ৩২ হাজার থেকে ১ লাখ ২৮ হাজার টাকা বেতন প্রস্তাব
- ১২ ফেব্রুয়ারির নির্বাচন: বিএনপির প্রার্থী তালিকায় শেষ মুহূর্তে বড় রদবদল, দেখে নিন তালিকা