সদ্য সংবাদ
ইরানের সবশেষ হামলায় শত্রুপক্ষের হতাহতের সংখ্যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত ১৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দেশটির জরুরি সেবাদানকারী সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (MDA)।
আলজাজিরার বরাতে জানা যায়, ২০ জুন শুক্রবার রাতের এ হামলায় গুরুতর আহতদের মধ্যে রয়েছে এক ১৬ বছর বয়সী কিশোর, ৫৪ বছর বয়সী একজন পুরুষ এবং ৪০ বছর বয়সী আরেক ব্যক্তি। বাকি ১৪ জন সামান্য আহত হয়েছেন। তবে হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু ও ক্ষেপণাস্ত্রগুলো কোথায় আঘাত করেছে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানায়নি MDA।
রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ইরান অন্তত ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েল দাবি করেছে, হামলা প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং সাধারণ নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছিল।
আলজাজিরা জানায়, ক্ষেপণাস্ত্রগুলো জেরুজালেম, তেল আবিব ও হাইফাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণ ঘটায়। এতে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং জরুরি সতর্কতা জারি করা হয়।
এর আগে ১৩ জুন রাতে ইসরায়েল ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে ইরানে এক বড় ধরনের হামলা চালায়। ওই অভিযানে তেহরানসহ কয়েকটি সামরিক ঘাঁটি, পারমাণবিক গবেষণা কেন্দ্র এবং আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাসহ শতাধিক ব্যক্তি নিহত হন বলে দাবি করেছে একাধিক সূত্র।
এই ঘটনার প্রতিক্রিয়ায় ইরান ২০ জুন রাতে ‘অপারেশন ট্রু প্রমিস-৩’ চালায়। তেহরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে। যদিও হতাহতের সংখ্যা তুলনামূলক কম, তবে সামরিক ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক।
বর্তমানে ইসরায়েলের বিভিন্ন শহরে জরুরি সতর্কতা অব্যাহত রয়েছে এবং বহু মানুষ এখনো নিরাপত্তার কারণে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। বিশ্লেষকরা বলছেন, এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে আরও হুমকির মুখে ফেলতে পারে।
সংকলন: সোহাগ
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নবম পে-স্কেল: ২০ গ্রেড কমে ১৩ গ্রেড, সর্বোচ্চ বেতন ১.২৮ লাখ
- নবম জাতীয় পে স্কেল: গ্রেড কমছে, বেতন বাড়ছে দ্বিগুণ
- আবারও প্রার্থী পরিবর্তন করল বিএনপি: দেখে নিন চুড়ান্ত তালিকা
- নতুন মহার্ঘ ভাতা: কার বেতন কত হবে? যা জানাল অর্থ মন্ত্রণালয়
- বিএনপির চূড়ান্ত মনোনয়নে বড় পরিবর্তন: নতুন এলেন যারা-বাদ পড়লেন যারা
- ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তি স্থল-ক্ষয়ক্ষতির পরিমাণ
- বিএনপির হাইকমান্ডের নির্দেশে আবারও পরিবর্তন প্রার্থী তালিকা
- নবম জাতীয় পে স্কেল ২০২৬: যত টাকা বেতন পাবে সরকারি চাকরিজীবিরা
- আপডেট খবর: নির্বাচনের নতুন তারিখ ঘোষণা
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত? জানুন সর্বশেষ তথ্য
- খালেদা জিয়ার জানাজা কোথায়-কখন জানালেন সালাহউদ্দিন আহমদ
- ১২ ফেব্রুয়ারির নির্বাচন: বিএনপির প্রার্থী তালিকায় শেষ মুহূর্তে বড় রদবদল, দেখে নিন তালিকা
- শেষ মুহূর্তে বিএনপির ১৫ আসনে প্রার্থী পরিবর্তন, দেখুন নতুন তালিকা
- বেগম জিয়ার ৩ আসনে চরম নাটকীয়তা: শেষ পর্যন্ত মনোনয়ন জমা দিলেন যারা
- ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল, দেখুন তালিকা