ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

ইরান নিয়ে মুখ খুললেন কিম জং উন

বিশ্ব ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জুন ১৯ ১০:২৬:১৬
ইরান নিয়ে মুখ খুললেন কিম জং উন

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনার পারদ চরমে, তখন ইরানের পাশে দাঁড়িয়ে সরব হলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলার কড়া নিন্দা জানিয়ে এই আক্রমণকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলে মন্তব্য করেছে পিয়ংইয়ং।

গত ১৩ জুন, কোনো ধরনের আগাম হুঁশিয়ারি ছাড়াই ইসরাইল ইরানের রাজধানী তেহরানে ভয়াবহ বিমান হামলা চালায়। এতে দেশটির একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হামলার মূল লক্ষ্য ছিল ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও শীর্ষ পরমাণু বিজ্ঞানীরা।

এই হামলার পাল্টা জবাব দিতে ইরান ছুড়ে দেয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র, যা ইসরাইলের বেশ কিছু সামরিক ঘাঁটি ও শহরে আঘাত হানে। টানা ছয় দিন ধরে চলা এই পাল্টাপাল্টি হামলায় গোটা অঞ্চলে উত্তেজনা চরমে উঠেছে।

এই প্রেক্ষাপটে রাশিয়া ও চীনের পর এবার উত্তর কোরিয়া প্রকাশ্যে ইরানের পক্ষে অবস্থান নিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ (KCNA) এক বিবৃতিতে জানায়, ইসরাইলের কর্মকাণ্ড শুধু আন্তর্জাতিক আইন লঙ্ঘনই নয়, এটি এক সরাসরি যুদ্ধ উসকে দেওয়ার চেষ্টা।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “ইসরাইলের এই বর্বর আচরণ ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রার যুদ্ধের সম্ভাবনা তৈরি করছে। এই পরিস্থিতি প্রমাণ করে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্রদের ছত্রছায়ায় ইসরাইল এখন গোটা অঞ্চলের জন্য এক বিপজ্জনক ক্যান্সারের মতো হুমকি হয়ে দাঁড়িয়েছে।”

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, কিম জং উনের এই অবস্থান কেবল নীতিগত সমর্থন নয়, বরং ইরানকে ঘিরে একটি নতুন প্রতিরোধ জোট গঠনের আভাসও দিচ্ছে। রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার মতো পরাশক্তির সরাসরি সমর্থন ইরানের কূটনৈতিক শক্তি আরও বাড়াবে বলেই মনে করছেন তারা।

সোহাগ/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ