ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ সব ভাতা বাড়ছে

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জুন ১৩ ১২:২৮:৪৩
বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ সব ভাতা বাড়ছে

নিজস্ব প্রতিবেদক: ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে গরিব, প্রান্তিক ও অসহায় মানুষের জন্য এসেছে আশার বার্তা। সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও শক্তিশালী করতে মাসিক ভাতা ও উপকারভোগীর সংখ্যা দুই-ই বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, দারিদ্র্য হ্রাস, বৈষম্য কমানো ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ কিছু ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

যে ভাতাগুলো বাড়ানো হচ্ছে:

* বয়স্ক ভাতা: ৬০০ টাকা থেকে বাড়িয়ে ৬৫০ টাকা

* বিধবা ও স্বামী-নির্যাতিত নারীদের ভাতা: ৫৫০ টাকা থেকে ৬৫০ টাকা

* প্রতিবন্ধী ভাতা: ৮৫০ টাকা থেকে ৯০০ টাকা

* মা ও শিশু সহায়তা ভাতা: ৮০০ টাকা থেকে ৮৫০ টাকা

এছাড়াও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে বরাদ্দ বাড়িয়ে ৬৫০ কোটি টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, “সব শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য। তাই এবারের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।”

এই বাজেট বাস্তবায়িত হলে দেশের কোটি কোটি মানুষ সরাসরি উপকৃত হবেন, বিশেষ করে যারা বহু বছর ধরে সরকারি সহায়তার ওপর নির্ভর করে জীবন কাটাচ্ছেন। একে দেশের মানবিক ও আর্থসামাজিক উন্নয়নের পথে বড় এক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

সোহাগ/

ট্যাগ: ভাতা

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ