ঢাকা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

এসএসসির ফল প্রকাশ হতে পারে যেদিন

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জুন ১১ ১৯:৪৮:২৪
এসএসসির ফল প্রকাশ হতে পারে যেদিন

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ৪ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। নিয়ম অনুযায়ী, পরীক্ষার ফলাফল সাধারণত শেষ পরীক্ষার ৬০ দিনের মধ্যে প্রকাশিত হয়। এবারও সেই নিয়ম অনুসরণ করে সময়মতো ফল প্রকাশের আশ্বাস দিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।

১১ জুন, বুধবার গণমাধ্যমকে তিনি জানান, উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে এবং কিছু খাতা বোর্ডে পাঠানোও শুরু হয়েছে। তবে এখনো বড় একটি অংশ মূল্যায়নের জন্য বাকি রয়েছে। এ কারণে ফল প্রকাশে কিছুটা দেরি হতে পারে।

তিনি বলেন, “এবার কিছুটা দেরিতে খাতা জমা পড়ছে। সব খাতা হাতে পাওয়ার পর নম্বর সফটওয়্যারে এন্ট্রি দেওয়ার কাজসহ অন্যান্য আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করে ফলাফল প্রকাশ করা হবে।”

তিনি আরও জানান, নিয়ম অনুযায়ী ১৩ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করার লক্ষ্য রয়েছে। সম্ভাব্য তারিখ নির্ধারণ করে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পরই চূড়ান্ত তারিখ জানানো হবে। ফলে এখনই নির্দিষ্ট দিন বলা যাচ্ছে না।

উল্লেখ্য, চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী। এর মধ্যে ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন ছাত্র এবং ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন ছাত্রী।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ