সদ্য সংবাদ
গভীর রাতে চুরি করে দেশে ফিরলেন আব্দুল হামিদ
থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসা শেষে সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। রবিবার (৮ জুন) দিবাগত রাত দেড়টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাই এয়ারওয়েজের ফ্লাইট টিজি-৩৩৯-এ করে তিনি ঢাকায় পৌঁছান।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ তার আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন। বিমান থেকে হুইলচেয়ারে করে সাবেক রাষ্ট্রপতিকে নামিয়ে আনা হয়। তখন তার পরনে ছিল শার্ট ও লুঙ্গি।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, রাত ১টা ৪৫ মিনিটে তিনি ইমিগ্রেশন কাউন্টারে উপস্থিত হন এবং প্রায় এক ঘণ্টা ধরে প্রক্রিয়া শেষে রাত ২টা ৪৫ মিনিটের দিকে বিমানবন্দর ত্যাগ করেন।
এর আগে গত ৬ মে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডে যান আব্দুল হামিদ। তার সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার ও শ্যালক ডা. আ ন ম নৌশাদ খান।
তবে তার এই বিদেশযাত্রা ঘিরে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। কিশোরগঞ্জের নিজ জেলা থেকে রাষ্ট্রপতির দেশত্যাগকে কেন্দ্র করে জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে প্রত্যাহার করা হয়। একইসঙ্গে শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন শাখায় দায়িত্বপ্রাপ্ত এক অতিরিক্ত পুলিশ সুপারকেও প্রত্যাহার এবং মামলার তদন্তকারী কিশোরগঞ্জ থানার উপপরিদর্শক ও এসবিআইয়ের একজন সহকারী উপপরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়।
ঘটনাটির তদন্তে পুলিশ একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। পাশাপাশি সরকার তিন সদস্যের উপদেষ্টা পরিষদও গঠন করেছে। কমিটির সভাপতি হিসেবে আছেন শিক্ষাবিদ অধ্যাপক সি আর আবরার। অপর দুই সদস্য হলেন—পরিবেশ আন্দোলনকর্মী সৈয়দা রিজওয়ানা হাসান এবং সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
উল্লেখ্য, ‘ভাটির শার্দুল’ খ্যাত আব্দুল হামিদ আটবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ডেপুটি স্পিকার ও স্পিকার হিসেবে দায়িত্ব পালনের পর ২০১৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন। এরপর ২০১৮ সালে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং ২০২৩ সালের ২৪ এপ্রিল তার মেয়াদ শেষ হয়। এরপর রাজধানীর নিকুঞ্জে নিজ বাসায় বসবাস করছিলেন।
গত বছরের ৫ আগস্ট ছাত্র ও সাধারণ মানুষের অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ দলের শীর্ষ নেতারা দেশ ছেড়ে পালিয়ে যান। সেই সময় অনেক নেতার বিরুদ্ধে মামলা দায়ের হয়। এর ধারাবাহিকতায় গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জে দায়ের হওয়া এক মামলায় আব্দুল হামিদ, শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদসহ মোট ১২৪ জনকে আসামি করা হয়।
মামলার বাদী কিশোরগঞ্জ সদরের উত্তর লতিবাবাদ এলাকার বাসিন্দা তহমুল ইসলাম (২৭)। তিনি দাবি করেন, বিএনপির কর্মী হিসেবে আন্দোলনের সময় তিনি আহত হন এবং সুস্থ হয়ে মামলা করেন।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- তারেক রহমানের নির্দেশে বিএনপির মনোনয়নে বড় রদবদল-তালিকা প্রকাশ, বাদ পড়লেন যারা
- পে স্কেল চূড়ান্ত? যা যা রয়েছে রিপোর্টে দেখুন এক নজরে
- নবম জাতীয় পে স্কেল: গ্রেড কমছে, বেতন বাড়ছে দ্বিগুণ
- নবম পে-স্কেল: ২০ গ্রেড কমে ১৩ গ্রেড, সর্বোচ্চ বেতন ১.২৮ লাখ
- বিএনপির প্রার্থী তালিকায় বড় চমক: হেভিওয়েটদের বাদ, নতুন মুখে ভরসা
- নতুন পে স্কেল: ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর
- বিএনপির চূড়ান্ত মনোনয়নে বড় পরিবর্তন: নতুন এলেন যারা-বাদ পড়লেন যারা
- ভয়াবহ ভূমিকম্প: জানুন কত মাত্রার-উৎপত্তি কোথায়?
- আবারও প্রার্থী পরিবর্তন করল বিএনপি: দেখে নিন চুড়ান্ত তালিকা
- হাদিকে যে প্রস্তাব দিয়েছিল শু’টার ফয়সাল, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
- ২০২৫ সালে বাংলাদেশের ১০ শীর্ষ ধনী: এক নজরে তাদের পরিচয়
- নবম পে স্কেলে বড় পরিবর্তন: ৩২ হাজার থেকে ১ লাখ ২৮ হাজার টাকা বেতন প্রস্তাব
- বিএনপির হাইকমান্ডের নির্দেশে আবারও পরিবর্তন প্রার্থী তালিকা
- ১২ ফেব্রুয়ারির নির্বাচন: বিএনপির প্রার্থী তালিকায় শেষ মুহূর্তে বড় রদবদল, দেখে নিন তালিকা
- ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তি স্থল-ক্ষয়ক্ষতির পরিমাণ