ঢাকা, শুক্রবার, ১৩ জুন ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২

বিসিবিতে মাশরাফির প্রত্যাবর্তনের সম্ভাবনা, ক্রিকেট অঙ্গনে তোলপাড়!

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জুন ০১ ১৩:৫১:৫৩
বিসিবিতে মাশরাফির প্রত্যাবর্তনের সম্ভাবনা, ক্রিকেট অঙ্গনে তোলপাড়!

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট কি আবারও ফিরে পেতে যাচ্ছে তার হারানো গৌরব? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের এক যুগান্তকারী সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। গুঞ্জন চলছে, বিসিবির গুরুত্বপূর্ণ দায়িত্বে এবার দেখা যেতে পারে জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং অন্যতম সফল ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজাকে!

বিশ্বস্ত সূত্র জানাচ্ছে, বোর্ডের ‘ক্রিকেট অপারেশনস’ বিভাগে অথবা পরামর্শকের ভূমিকায় মাশরাফিকে যুক্ত করতে চাইছেন বর্তমান সভাপতি। এই উদ্যোগের মূল লক্ষ্য—দলের নেতৃত্ব সংকট কাটানো, পেশাদারিত্ব ফিরিয়ে আনা এবং তরুণ ক্রিকেটারদের মানসিকভাবে শক্ত করে গড়ে তোলা।

একজন ঘনিষ্ঠ সূত্র মন্তব্য করেছেন, “মাশরাফি শুধু একজন ক্রিকেটার নন, তিনি এক অনন্য নেতৃত্বগুণের প্রতীক। তাঁকে বোর্ডে অন্তর্ভুক্ত করা মানে মাঠের ভেতরে ও বাইরে একটি অনুপ্রেরণার মূর্ত প্রতীককে তরুণদের সামনে তুলে ধরা।”

একদিকে আমিনুল ইসলাম বুলবুল—যিনি বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের পথিকৃৎ, অন্যদিকে মাশরাফি—যিনি সাহস, সংকল্প ও সাফল্যের প্রতীক হয়ে উঠেছেন। যদি এই দুই কিংবদন্তি বোর্ডের নীতিনির্ধারক পরিসরে একত্র হন, তবে তা নিঃসন্দেহে হতে পারে বাংলাদেশ ক্রিকেটের এক নতুন যুগের সূচনা।

যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে প্রস্তুতি চলছে জোরকদমে। দেশের ক্রিকেট অঙ্গনে, বোদ্ধা থেকে শুরু করে সাধারণ ভক্ত পর্যন্ত, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই যুগল নেতৃত্বের বাস্তবায়নের। অনেকেই বলছেন—“এটাই হতে পারে বাংলাদেশ ক্রিকেটের সম্ভাব্য নতুন স্বর্ণযুগের প্রথম পা ফেলা।”

সোহাগ/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ