ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

১ ওভারে ৭ ছক্কা হাঁকিয়ে চমক দেখানো মারমুখী ব্যাটারকে দলে নিলো রংপুর রাইডার্স

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ অক্টোবর ২৬ ১৬:৩৪:০৭
১ ওভারে ৭ ছক্কা হাঁকিয়ে চমক দেখানো মারমুখী ব্যাটারকে দলে নিলো রংপুর রাইডার্স

এবারের বিপিএলে দারুন ভাবে উপভোগ করবে ক্রিকেট বিশ্ব সেটা আর বলার বাকি নেই। আর সেজন্য যত খুশি টাকা খরচ করে যে যার মত ক্রিকেটার কিনে নিচ্ছে। রংপুর রাইডার্স আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তাদের স্কোয়াড শক্তিশালী করতে আফগানিস্তানের উদীয়মান তারকা ওপেনার সিদিকুল্লাহ অটলকে অন্তর্ভুক্ত করেছে। ঘরোয়া ক্রিকেটে এক ওভারে ৭টি ছক্কা হাঁকিয়ে আলোচনায় আসা অটল বর্তমানে ইমার্জিং এশিয়া কাপে দারুণ ফর্মে রয়েছেন। আন্তর্জাতিকভাবে কোন বড় পাওয়া না হলেও তার ঘরোয়া লীগে অনেক নাম ডাক আছে। ৬ ম্যাচে মাত্র ৮৩.৭২ স্ট্রাইকরেটে করেছেন ৭২ রান।

সাকিবের দল রংপুর রাইর্ডাস তার খবর টা তাদের নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজে জানিয়ে দিয়েছে “সিদিকুল্লাহ অটলকে রংপুর রাইডার্স পরিবারে স্বাগতম! সামনে অপেক্ষা করছে রোমাঞ্চকর এক মৌসুম!” বিপিএলের একাদশ আসর শুরু হবে আগামী ২৭ ডিসেম্বর, যেখানে রংপুর রাইডার্স নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে প্রস্তুত।

রংপুর রাইডার্সের স্কোয়াড ২০২৪-২৫:

দেশি ক্রিকেটার:১. মেহেদী হাসান মিরাজ - দলের প্রধান অলরাউন্ডার এবং স্পিন আক্রমণের মূল শক্তি।২. নাজমুল হোসেন শান্ত - টপ অর্ডার ব্যাটসম্যান, সম্ভাব্য অধিনায়ক।৩. মোহাম্মদ সাইফউদ্দিন - পেস অলরাউন্ডার, যিনি ব্যাটিং ও বোলিং উভয় বিভাগেই অবদান রাখতে সক্ষম।৪. লিটন দাস - উইকেটকিপার-ব্যাটসম্যান, ওপেনিংয়ের পাশাপাশি কিপিংয়ের দায়িত্বও পালন করবেন।৫. শরিফুল ইসলাম - তরুণ পেসার, পেস আক্রমণে নেতৃত্ব দেবেন।

বিদেশি ক্রিকেটার:১. সিদিকুল্লাহ অটল (আফগানিস্তান) - বাঁহাতি ওপেনার, মারকুটে ব্যাটিংয়ের জন্য পরিচিত।২. ব্র্যান্ডন কিং (ওয়েস্ট ইন্ডিজ) - টপ অর্ডার ব্যাটসম্যান, আক্রমণাত্মক ব্যাটিং স্টাইলের জন্য সুপরিচিত।৩. জেমস নিশাম (নিউজিল্যান্ড) - অলরাউন্ডার, ব্যাট ও বল উভয় বিভাগেই দলের সহায়ক।৪. দাওয়িদ মালান (ইংল্যান্ড) - অভিজ্ঞ ব্যাটসম্যান, মিডল অর্ডার শক্তিশালী করবেন।৫. মুজিব উর রহমান (আফগানিস্তান) - মিস্ট্রি স্পিনার, স্পিন আক্রমণে বৈচিত্র্য আনবেন।

স্কোয়াডের বাড়তি সুবিধা:ফ্র্যাঞ্চাইজি দলগুলো ড্রাফটের বাইরে থেকেও অতিরিক্ত খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে পারে, ফলে রংপুর রাইডার্সের স্কোয়াডে ভবিষ্যতে আরও চমকপ্রদ কিছু নাম যুক্ত হতে পারে।

শক্তিশালী ব্যাটিং লাইনআপ, ভারসাম্যপূর্ণ পেস ও স্পিন আক্রমণ নিয়ে রংপুর রাইডার্স এবার বিপিএলে শিরোপার অন্যতম দাবিদার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ