সদ্য সংবাদ
২০২৫-২৬ বাজেটে দ্বিগুণ হচ্ছে ভ্যাট
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে প্লাস্টিক পণ্য, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) ও রেফ্রিজারেটরের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) দ্বিগুণ করার প্রস্তাব করছে সরকার। বর্তমানে এসব পণ্যে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপিত রয়েছে, যা বাড়িয়ে ১৫ শতাংশ করা হতে পারে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র জানায়, রাজস্ব আয় বাড়াতে ভ্যাট হার বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি মাটির ও পাতা দিয়ে তৈরি পণ্যে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট তুলে নেওয়ার পরিকল্পনাও রয়েছে।
বিশ্লেষকদের মতে, ভ্যাট দ্বিগুণ হলে এসি, ফ্রিজ ও প্লাস্টিকের মতো নিত্যব্যবহার্য পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। এতে ভোক্তা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিক্রি ও উৎপাদনেও প্রভাব পড়বে, যা শিল্প খাত ও রপ্তানি আয়ে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিপিজিএমইএ) জানিয়েছে, দেশের প্লাস্টিক শিল্পে প্রায় ৪০ হাজার কোটি টাকার বাজার রয়েছে এবং এতে সরাসরি কর্মরত আছেন প্রায় ১৫ লাখ মানুষ। ভ্যাট বাড়ানোর প্রস্তাব নিয়ে সংগঠনের সভাপতি সামিম আহমেদ বলেন, “দাম বেড়ে গেলে সাধারণ মানুষ, ফেরিওয়ালা থেকে নিম্ন আয়ের পরিবার—সবাই ক্ষতিগ্রস্ত হবেন।”
তিনি আরও জানান, “ইতোমধ্যে বৈশ্বিক মন্দা ও কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে আমরা রপ্তানিতে ২০ শতাংশ পিছিয়ে আছি। এখন ভ্যাট দ্বিগুণ হলে উৎপাদন ব্যাহত হবে, রপ্তানি আরও হুমকির মুখে পড়বে।”
ইলেকট্রনিকস খাতের উদ্যোক্তারাও একই আশঙ্কা প্রকাশ করেছেন। ইলেক্ট্রোমার্টের উপব্যবস্থাপনা পরিচালক নুরুল আফসার বলেন, “ভ্যাট বাড়লে এসির দাম ৩-৪ হাজার এবং ফ্রিজের দাম ২-৩ হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে। এতে ক্রয়ক্ষমতা কমবে, বাজারও সংকুচিত হবে।”
এনবিআরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “এসি ও ফ্রিজ এখন ঘরে ঘরে পৌঁছে গেছে। দেশীয় উৎপাদন পর্যাপ্ত। এই খাতে করছাড় রাখার আর প্রয়োজন নেই।”
অন্যদিকে পরিবেশবান্ধব পণ্য উৎপাদনে উৎসাহ দিতে সুপারি পাতা, হোগলা ও মাটির তৈজসপত্রের ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের চিন্তাও করা হচ্ছে। এই খাতে কাজ করা উদ্যোক্তারা বলছেন, এতে নতুন উদ্যোক্তা তৈরি ও দেশীয় শিল্প বিকাশে সহায়ক হবে।
দেশীয় ব্র্যান্ড ‘বিশ্রুতি’র কর্ণধার আল মাহাদী বলেন, “সুপারি পাতার খোল দিয়ে আমরা ২০ ধরনের পণ্য তৈরি করছি। ভ্যাট ছাড় পেলে আরও অনেক উদ্যোক্তা এই খাতে আসতে পারবেন।”
সিদ্দিকা/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- তারেক রহমানের নির্দেশে বিএনপির মনোনয়নে বড় রদবদল-তালিকা প্রকাশ, বাদ পড়লেন যারা
- পে স্কেল চূড়ান্ত? যা যা রয়েছে রিপোর্টে দেখুন এক নজরে
- নবম পে-স্কেল: ২০ গ্রেড কমে ১৩ গ্রেড, সর্বোচ্চ বেতন ১.২৮ লাখ
- নবম জাতীয় পে স্কেল: গ্রেড কমছে, বেতন বাড়ছে দ্বিগুণ
- বিএনপির প্রার্থী তালিকায় বড় চমক: হেভিওয়েটদের বাদ, নতুন মুখে ভরসা
- নতুন পে স্কেল: ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর
- বিএনপির চূড়ান্ত মনোনয়নে বড় পরিবর্তন: নতুন এলেন যারা-বাদ পড়লেন যারা
- আবারও প্রার্থী পরিবর্তন করল বিএনপি: দেখে নিন চুড়ান্ত তালিকা
- ভয়াবহ ভূমিকম্প: জানুন কত মাত্রার-উৎপত্তি কোথায়?
- বিএনপির হাইকমান্ডের নির্দেশে আবারও পরিবর্তন প্রার্থী তালিকা
- হাদিকে যে প্রস্তাব দিয়েছিল শু’টার ফয়সাল, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
- ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তি স্থল-ক্ষয়ক্ষতির পরিমাণ
- ২০২৫ সালে বাংলাদেশের ১০ শীর্ষ ধনী: এক নজরে তাদের পরিচয়
- নবম পে স্কেলে বড় পরিবর্তন: ৩২ হাজার থেকে ১ লাখ ২৮ হাজার টাকা বেতন প্রস্তাব
- ১২ ফেব্রুয়ারির নির্বাচন: বিএনপির প্রার্থী তালিকায় শেষ মুহূর্তে বড় রদবদল, দেখে নিন তালিকা