ঢাকা, বুধবার, ১৮ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২

সতর্কতা জারি করলো পুলিশ সদর দপ্তর

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ মে ২৫ ২১:২৮:১০
সতর্কতা জারি করলো পুলিশ সদর দপ্তর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের নাম ব্যবহার করে সাম্প্রতিক সময়ে প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় সারাদেশে সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাধারণ মানুষকে এ ধরনের প্রতারক চক্র থেকে সাবধান থাকার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু অসাধু ব্যক্তি নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম, ছবি ও পদবী ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে এবং প্রতারণার ফাঁদে ফেলছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এসব চক্রের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে কাউকে সন্দেহজনক মনে হলে দ্রুত স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সর্বদা সতর্ক ও দায়বদ্ধ। সাধারণ মানুষ যেন কোনোভাবেই প্রতারকদের প্রলোভনে না পড়ে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে বলা হয়েছে।

ট্যাগ: পুলিশ

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

জরুরী ভাবে তিন বিভাগে বন্যার শঙ্কা

জরুরী ভাবে তিন বিভাগে বন্যার শঙ্কা

সারাদেশে চলমান তীব্র তাপপ্রবাহে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। এর মধ্যেই কিছুটা স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। তাদের তথ্যমতে,... বিস্তারিত