সদ্য সংবাদ
সেনাবাহিনীর ভূমিকায় প্রশ্ন তুললেন এনসিপি নেতা, ফের রাজনীতিতে উত্তাপ

নিজস্ব প্রতিবেদক: দেশের রাজনৈতিক অঙ্গনে যখন অস্থিরতা চরমে, ঠিক তখনই সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (২৫ মে) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজনীতির সঙ্গে সেনাবাহিনীর ঘনিষ্ঠতা অতীতে কখনো ইতিবাচক ফল দেয়নি এবং ভবিষ্যতেও তা হতে পারে না।
নাহিদ বলেন, “আমরা ওয়ান-ইলেভেনের অভিজ্ঞতা পেয়েছি। ইতিহাস প্রমাণ করেছে—সেনাবাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপ কখনোই দেশের মঙ্গল বয়ে আনে না। যে যার কাজ, তাকেই সেটা করা উচিত।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ সরকারের অধীনে হওয়া প্রতিটি নির্বাচনকে আমরা অবৈধ মনে করি। আদালতের মাধ্যমে এসব নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে পারে। এখন সময় এসেছে স্থানীয় সরকারকে শক্তিশালী করার দিকে নজর দেওয়ার।”
সম্প্রতি সেনাবাহিনীর প্রকাশিত ৬২৬ সদস্যের একটি অভ্যন্তরীণ তালিকা নিয়েও তিনি মন্তব্য করেন। তার মতে, “তালিকাটি আগেই প্রকাশ করা হলে জনমনে বিভ্রান্তি বা সন্দেহের জন্ম নিত না।”
নাহিদ ইসলাম অভিযোগ করেন, “বিগত সময়গুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো—বিশেষ করে আমলাতন্ত্র, পুলিশ ও সেনাবাহিনী—কে দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও রয়েছে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এখন সময় এসেছে এসব প্রতিষ্ঠানকে জনগণের জন্য পুনর্গঠনের।”
‘গুম’ ইস্যুতে তিনি বলেন, “অনেক অভিযুক্ত সেনা কর্মকর্তার এখনো কোনো বিচার হয়নি। স্বচ্ছতা না এলে জনগণের আস্থা ফিরবে না।”
নাহিদের এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন তুলেছে। বিশেষ করে সেনাবাহিনীর ভূমিকা, বিচারহীনতা ও রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তার মতে, গণতন্ত্রের মজবুত ভিত গড়তে হলে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নিরপেক্ষ ও জবাবদিহিমূলক হতে হবে।
সিদ্দিকা/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- কোন গ্রুপের রক্তের ক্যান্সারের ঝুঁকি বেশি
- শেখ হাসিনা লন্ডনে যাচ্ছেন, যা জানা গেল প্রকৃতভাবে
- ইরানকে শক্তিশালী আঘাত করল যুক্তরাষ্ট্র!
- যে রক্তের গ্রুপে স্ট্রোক হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি
- এমন বৃষ্টি আর কতদিন চলবে, জানালো আবহাওয়া অফিস
- নিম্নচাপের প্রভাবে ঝড়বৃষ্টির আশঙ্কা, বিপদের ঝুঁকিতে যেসব জেলা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ ঘোষণা
- আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই বাংলাদেশকে ভিসা দিবে ৬ দেশ!
- কার সঙ্গে কার বিয়ে হবে—সবই কি ভাগ্যের লিখন
- ইয়েমেনে ভারতীয় নার্স প্রিয়া মৃত্যুদণ্ডে দণ্ডিত: কী ঘটেছিল
- অপারেশন সিদুর’-এ ২৫০ ভারতীয় সেনা নিহত, দাবি পাকিস্তানি সংবাদমাধ্যমের
- দাঁত ব্রাশ করার পরও মুখে দুর্গন্ধ, জেনে নিন কার্যকর ৬টি সমাধান
- তরুণদের মধ্যেও বাড়ছে ক্যানসার: এই লক্ষণগুলো অবহেলা করলেই বিপদ
- একজন ব্যক্তি সর্বোচ্চ সিম ব্যবহারের সিদ্ধান্ত চূড়ান্ত
- ভারত কি ভাঙনের পথে! সত্যি হতে চলেছে ওবামার সতর্কবার্তা