ঢাকা, শুক্রবার, ১৩ জুন ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড় রূপ নিতে পারে ২৭ মে — জারি সতর্কতা

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ মে ২৩ ২১:৪৩:৩৬
সাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড় রূপ নিতে পারে ২৭ মে — জারি সতর্কতা

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নতুন লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, ২৭ মে’র মধ্যে এটি ঘূর্ণিঝড় “শক্তি”তে পরিণত হতে পারে। এর প্রভাব পড়তে পারে বাংলাদেশের উপকূলীয় এলাকায়—এজন্য আগাম সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, মে মাসে সাগরের তাপমাত্রা বেড়ে যাওয়ায় ঘূর্ণিঝড়ের ঝুঁকি সাধারণত বাড়ে। চলতি মাসেও সেই পরিস্থিতির পুনরাবৃত্তি হতে চলেছে।

যদি এই লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেয়, তবে নাম হবে “শক্তি”—যা শ্রীলঙ্কার প্রস্তাব অনুযায়ী নির্ধারিত নামের তালিকায় রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের কারণে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলে দমকা হাওয়ার সঙ্গে ঝড়ো আবহাওয়া বিরাজ করতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে সমুদ্রগামী নৌযান ও ট্রলারগুলোকে সতর্কভাবে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে এবং নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া সমুদ্রের ওপর ঘন বজ্রমেঘ দেখা যাচ্ছে এবং বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। উপকূলীয় অঞ্চলে মানুষজন ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন। বিশেষ করে জেলেরা মাছ ধরা কার্যক্রম সীমিত করছেন।

গত কয়েক দিনের বৃষ্টি স্বস্তি দিলেও, সামনে আবারও তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানিয়েছে অধিদপ্তর। যদিও এখন পর্যন্ত বন্যার কোনো আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আশা/

ট্যাগ: ঘূর্ণিঝড়

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ