সদ্য সংবাদ
ভারতের মাছ রপ্তানি সাময়িক বন্ধ করলেন বাংলাদেশি ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক: ভারতের হঠাৎ করে ছয়টি বাংলাদেশি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি সাময়িকভাবে বন্ধ রেখেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা।
বুধবার (২১ মে) সকালে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ মৎস্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া। তিনি বলেন, "কিছু ব্যক্তিগত ও সাময়িক কারণে আজ মাছ রপ্তানি বন্ধ রাখা হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে পুনরায় রপ্তানি শুরু হতে পারে।"
উল্লেখ্য, ভারত সম্প্রতি বাংলাদেশের তৈরি পোশাক, ফল ও ফলজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক পণ্য, সুতা এবং আসবাবপত্রসহ মোট ছয়টি পণ্যের আমদানি নিষিদ্ধ করে। এই সিদ্ধান্তের ফলে আখাউড়া স্থলবন্দরের রপ্তানি কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়ে।
স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান, বর্তমানে শুধুমাত্র মাছ, সিমেন্ট ও শুঁটকি রপ্তানি হচ্ছে। তবে প্রতিদিনের স্বাভাবিক ৪০-৫০টি ট্রাক রপ্তানির বদলে এখন কার্যক্রম অনেকটাই কমে গেছে।
বন্দর সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে আখাউড়া বন্দর দিয়ে প্রায় ৪২৮ কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছিল। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসেই রপ্তানি হয়েছে ৪৫৩ কোটির বেশি। কিন্তু আমদানি হয়েছে মাত্র ১০৬ টন পণ্য, যা অনেকটাই কম।
উল্লেখ্য, বাংলাদেশের এই স্থলবন্দর দিয়ে প্রতিদিনই পণ্য যায় ভারতের ত্রিপুরা হয়ে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে। সংশ্লিষ্টরা বলছেন, ভারতের হঠাৎ নেওয়া এই সিদ্ধান্ত দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সোহাগ/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- লাফিয়ে কমে গেল জ্বালানি তেলের দাম
- বিএনপির দুইটি বিষয়ে সম্মতি মিললেই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সম্ভব
- সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত টাকা বেতন বাড়লো
- হঠাৎ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য জরুরি নির্দেশনা
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- পাসপোর্ট মিলবে না এই তিন শ্রেণির ব্যক্তিকে
- ১ জুলাই থেকে সরকারি কর্মীদের জন্য বিশেষ প্রণোদনা: কোন গ্রেডে কত পাবেন
- বাংলাদেশের বাজারে আজ ১ ভরি সোনার দাম
- এই ৪টি নিদর্শন থাকলে বুঝে নিন—আল্লাহ আপনাকে ভালোবাসেন!
- তেহরান খালি করার ডাক দিলেন ট্রাম্প, উঠছে নানা প্রশ্ন
- বাংলাদেশে বৃষ্টির আমেজ: দীর্ঘ তাপপ্রবাহ শেষে স্বস্তির বার্তা
- বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ সব ভাতা বাড়ছে
- বিএনপির মনোনয়ন পেতে তিনটি প্রধান যোগ্যতা অপরিহার্য
- বাংলাদেশ কৃষি ব্যাংকে ১-৩ লক্ষ টাকা রাখলে মাসিক কত লাভ পাবেন
- কালো জাদু: বাস্তব নাকি ভ্রম!