ঢাকা, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

২০০-এর বেশি টার্গেট দিয়েও কেন পরাজয় কাকে দায় দিলেন অধিনায়ক লিটন

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ মে ২০ ১০:৪০:৪৯
২০০-এর বেশি টার্গেট দিয়েও কেন পরাজয় কাকে দায় দিলেন অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক: টি-টোয়েন্টি ম্যাচে ২০০ রানের চেয়েও বেশি স্কোর করেও জয় হাতছাড়া—বাংলাদেশের জন্য এটি কেবল হার নয়, বরং বড় এক ধাক্কা। আরব আমিরাতের বিপক্ষে ২০৫ রানের লক্ষ্য দিয়েও শেষ ওভারে হেরে যায় টাইগাররা। ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাস দায় দিলেন মিডল ওভারের বাজে বোলিং এবং দুর্বল ফিল্ডিংকে। তবে শেষ দুই ওভারে শরিফুল ইসলাম ও তানজিম সাকিবের ভুল সিদ্ধান্ত ও চাপ সামলাতে না পারাও ছিল পরাজয়ের অন্যতম কারণ।

প্রথমে ব্যাট করে বাংলাদেশ তোলে ২০৫ রান—যা দেশের টি-টোয়েন্টি ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ইনিংসের প্রাণ ছিলেন তানজিদ তামিম (৩৩ বলে ৫৯), লিটন দাস (৩২ বলে ৪০), হৃদয় (২৪ বলে ৪৫) ও জাকির আলী (৬ বলে ১৮)। এমন ব্যাটিং পারফরম্যান্সে ম্যাচের ফল ছিল অনেকটাই অনুমেয়—জয়, সেটাই স্বাভাবিক প্রত্যাশা ছিল।

কিন্তু বোলিং শুরু হতেই দৃশ্যপট বদলে যায়। শুরু থেকেই ছন্দহীন ছিলেন বাংলাদেশের বোলাররা। নাহিদ রানা একাই দেন ৫০ রান, আর তানজিম সাকিব মাত্র ৩.৫ ওভারে খরচ করেন ৫৫ রান। বল হাতে একমাত্র আলো ছড়িয়েছেন রিশাদ হোসেন।

শেষ দুই ওভারে আমিরাতের দরকার ছিল ২৯ রান। এমন চাপের মুহূর্তে অভিজ্ঞতার অভাবে বারবার বিচ্যুত হন তরুণ পেসাররা। শরিফুল ইসলাম এক উইকেট নিলেও দেন বাউন্ডারি ও ওভারথ্রো থেকে চার। তানজিমের ওভার আরও নাটকীয়—প্রথম বলেই ওয়াইড, এরপর ছক্কা, একটা উইকেট, এরপর বিমার হয়ে যায় নো বল, আর ফ্রি হিটে মেলে জয়সূচক রান।

ম্যাচ শেষে লিটন বলেন, “ডিউ (শিশির) কিছুটা প্রভাব ফেলেছে ঠিকই, তবে আমরা মূলত হেরেছি মিডল ওভারে বাজে বোলিং আর ফিল্ডিং ব্যর্থতার জন্য। ছোট মাঠে পরিকল্পনা অনুযায়ী বল করতে পারিনি।”

বিশ্লেষকরা মনে করছেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের মতো অভিজ্ঞ পেসারদের অনুপস্থিতিতে বাংলাদেশের পেস আক্রমণ ছিল খাপছাড়া। তরুণদের ওপর ভরসা ছিল ঠিকই, কিন্তু চাপের মুহূর্তে অনভিজ্ঞতা বড় ফাঁক ফেলে দিয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ