ঢাকা, বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২

এগুলো বিচার নয়, হাসিনা স্টাইল! নুসরাত ইস্যুতে হাসনাত আবদুল্লাহ মন্তব্য

২০২৫ মে ১৯ ১৬:১২:০৬
এগুলো বিচার নয়, হাসিনা স্টাইল! নুসরাত ইস্যুতে হাসনাত আবদুল্লাহ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চল শাখার মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সোমবার (১৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ঘটনাটিকে "রাজনৈতিক মনোযোগ সরানোর কৌশল" হিসেবে আখ্যায়িত করেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “সরাসরি হত্যাকাণ্ডে জড়িতদের নিরাপদে দেশত্যাগের সুযোগ দেওয়া হয়, অথচ অভিনেত্রী নুসরাত ফারিয়াকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়? এটি কি বিচার, নাকি হাসিনা স্টাইল?”

তিনি আরও অভিযোগ করেন, “শিরীন শারমিনকে বাসায় গিয়ে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে পাসপোর্ট করে দেওয়া হয়, কিন্তু ৬২৬ জন সন্দেহভাজনের তালিকায় থাকা প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না।”

প্রসঙ্গত, রোববার (১৮ মে) থাইল্যান্ডগামী একটি ফ্লাইট থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যা প্রচেষ্টা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটিতে শোবিজ অঙ্গনের আরও ১৬ জনের নাম রয়েছে বলে জানা গেছে।

এদিকে, গ্রেপ্তারের ঘটনায় সাংস্কৃতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এ নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করে বলেন, “এ ধরনের পদক্ষেপ দেশের সংস্কৃতি অঙ্গনের জন্য অত্যন্ত হতাশাজনক ও চিন্তার বিষয়।”

রুবেল/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ