ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২

নুসরাত ফারিয়া প্রসঙ্গে মুখ খুললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

২০২৫ মে ১৯ ১৫:৫৪:৩৭
নুসরাত ফারিয়া প্রসঙ্গে মুখ খুললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ঢাকায় গ্রেপ্তার হওয়া জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঘিরে বিতর্কের প্রেক্ষিতে বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “তার নামে যদি মামলা থেকে থাকে, তাহলে তো আইন অনুযায়ীই ব্যবস্থা নিতে হবে। আর যদি তাকে ছেড়ে দেওয়া হয়, তখন আবার বলা হবে—স্যার, আপনি ছেড়ে দিলেন!”

রোববার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন নুসরাত ফারিয়া। রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া একটি হত্যা চেষ্টা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে গ্রেপ্তারকে সমালোচনা করেন।

তবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, “কে কী বলেছে, তা আমি জানি না। তবে মত প্রকাশের অধিকার সবারই রয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি যাতে নিরীহ কাউকে হয়রানি না করা হয়। কেবল প্রকৃত অপরাধীদেরই যেন শাস্তি নিশ্চিত করা হয়, সেটাই আমাদের লক্ষ্য।”

এছাড়াও তিনি জানান, নুসরাত ফারিয়ার মামলার তদন্ত এখনও চলমান, তাই এখনই এ বিষয়ে চূড়ান্ত কিছু বলার সময় হয়নি।

সোহাগ/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ