ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

আচমকা টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতের তারকা ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ মে ০৭ ২১:১০:২৯
আচমকা টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতের তারকা ক্রিকেটার

ভারতের ক্রিকেট ইতিহাসে আরেকটি অধ্যায়ের ইতি। হঠাৎ করেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন দেশটির অভিজ্ঞ ওপেনার এবং সাবেক অধিনায়ক রোহিত শর্মা। ইনস্টাগ্রামে একটি আবেগঘন বার্তা দিয়ে নিজের সিদ্ধান্ত জানান রোহিত। সাদা জার্সির একটি ছবির ক্যাপশনে তিনি লেখেন, “সাদা পোশাকে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি। তবে সময় এসেছে এবার বিদায় জানানোর।”

২০১৩ সালে টেস্ট অভিষেক হওয়ার পর ভারতের হয়ে মোট ৬৭টি টেস্ট ম্যাচ খেলেছেন রোহিত। এই দীর্ঘ যাত্রায় সংগ্রহ করেছেন ৪৩০১ রান, যার মধ্যে রয়েছে ১২টি সেঞ্চুরি ও ১৮টি হাফ-সেঞ্চুরি। ব্যাট হাতে যেমন সাফল্য এনেছেন, তেমনি নেতৃত্বের দায়িত্বও পালন করেছেন সফলভাবে। ২০২২ সালে বিরাট কোহলির কাছ থেকে নেতৃত্ব গ্রহণ করে ২৪টি টেস্টে দলকে নেতৃত্ব দেন তিনি।

তবে সাম্প্রতিক সময়ে তার ফর্ম ও দলের পারফরম্যান্স দুই-ই প্রশ্নের মুখে পড়ে। বিশেষ করে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা হারের ধাক্কা এবং নিজের ব্যাটিং দুর্বলতাই হয়তো এই সিদ্ধান্তের পেছনের মূল কারণ।

যদিও টেস্টকে বিদায় জানিয়েছেন, রোহিত এখনো ওয়ানডে ও আইপিএল ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন। সামনে তার লক্ষ্য হতে পারে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ—এটাই হয়তো ক্যারিয়ারের শেষ মিশন।

ক্রিকেটপ্রেমীদের জন্য এটি একটি আবেগঘন মুহূর্ত। ভারতীয় ক্রিকেটের সাদা জার্সির ইতিহাসে রোহিত শর্মার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ