সদ্য সংবাদ
ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের টানা ছয় দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক; ২০২৫ সালে বাংলাদেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে ৭ জুন, শনিবার। হিজরি ক্যালেন্ডার অনুযায়ী যদি ২৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যায়, তবে এই দিনেই উদযাপিত হবে মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। সেই অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ছয় দিনের ছুটি পেতে পারেন।
সরকারি ছুটির রীতি ও সংশ্লিষ্ট দপ্তরের তথ্য অনুযায়ী সম্ভাব্য ছুটির তালিকা নিম্নরূপ:
৫ জুন (বৃহস্পতিবার): নির্বাহী আদেশে ছুটি
৬ জুন (শুক্রবার): সাপ্তাহিক ছুটি
৭ জুন (শনিবার): ঈদুল আজহার মূল দিন
৮ জুন (রবিবার): ঈদের পরদিন
৯ জুন (সোমবার): অতিরিক্ত ছুটি
১০ জুন (মঙ্গলবার): অনুমতি সাপেক্ষে ঐচ্ছিক ছুটি
এই ছয় দিনের টানা ছুটিতে কর্মজীবী মানুষ বিশেষ করে যারা দূরদূরান্তে থাকেন, তারা পরিবার-পরিজনের সঙ্গে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারবেন।
ঈদুল আজহা মুসলমানদের জন্য ত্যাগ ও আনুগত্যের প্রতীক। হজরত ইব্রাহিম (আ.) আল্লাহর নির্দেশে পুত্র ইসমাইল (আ.)-কে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন—এই ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করেই মুসলিমরা প্রতিবছর পশু কোরবানি দেন।
এই ঈদকে কেন্দ্র করে দেশজুড়ে শুরু হয়েছে প্রস্তুতি। শহর ও গ্রামীণ এলাকায় বসছে কোরবানির পশুর হাট, পরিবহনে যোগ হচ্ছে অতিরিক্ত ট্রেন ও বাস, বাজারে বাড়ছে কেনাকাটার চাপ। পাশাপাশি শহরের পরিচ্ছন্নতা রক্ষায় কাজ করছে সিটি করপোরেশন ও পৌরসভাগুলো।
ঈদের নির্ধারিত দিন জাতীয় চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার ভিত্তিতে ঘোষণা করবে। তবে সম্ভাব্য হিসাব অনুযায়ী এবারের ঈদ হবে ছুটিময়, আনন্দঘন এবং পরিবারকেন্দ্রিক এক উৎসব—এমনটাই প্রত্যাশা সকলের।
–মাসুদ/