সদ্য সংবাদ
"ক্রিকেট বোঝেন না যারা, তাদের বোর্ডে থাকার অধিকার নেই" তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক: জাতীয় দল থেকে বিদায় নেওয়ার পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে সরাসরি অবস্থান জানালেন দেশের অন্যতম সেরা ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তার মতে, বোর্ড পরিচালনায় এমন মানুষ থাকা উচিত, যাঁরা সত্যিকার অর্থে ক্রিকেট বোঝেন এবং দেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখেন।
শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তামিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার ও বিএনপি নেতা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম।
তামিম বলেন, “বোর্ডে কারা সিদ্ধান্ত নিচ্ছেন এবং তারা ক্রিকেট সম্পর্কে কতটা জানেন, সেটি সরাসরি দলের পারফরম্যান্সে প্রভাব ফেলে। তাই ক্রিকেট বোর্ডে এমন লোক দরকার, যাদের বাস্তব অভিজ্ঞতা আছে, যাঁরা ক্রিকেট খেলেছেন বা অন্তত গভীরভাবে খেলাটা বোঝেন।”
তিনি আরও যোগ করেন, “বোর্ড পরিচালনায় সেইসব মানুষদের আনা উচিত, যারা ক্রিকেটের বেসিক জানেন এবং দেশের ক্রিকেটকে উন্নতির দিকে নিতে স্বপ্ন দেখেন। শুধুমাত্র প্রভাব খাটিয়ে কিংবা রাজনৈতিক পরিচয়ে আসা লোকদের কারণে আমাদের ক্রিকেট পিছিয়ে যায়।”
তামিম তার বক্তব্যে বোর্ডের কিছু পরিচালকের অযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন। বলেন, “যারা নিজেদের জেলা বা বিভাগে ক্রিকেটে উন্নয়ন ঘটাতে ব্যর্থ, তাদের জাতীয় বোর্ডে আসার কী দরকার?”
তামিমের এই বক্তব্য বিসিবির আসন্ন নির্বাচন এবং দেশের ক্রিকেটে যোগ্য নেতৃত্ব বাছাইয়ের প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।
—রুবেল/