সদ্য সংবাদ
পাক-আফগান সীমান্তে সেনা অভিযানে ৭১ সন্ত্রাসী নিহত

নিজস্ব প্রতিবেদক: কাশ্মির ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই পাক-আফগান সীমান্তে নতুন করে অনুপ্রবেশের চেষ্টা করে সন্ত্রাসীরা। এই পরিস্থিতিতে পাকিস্তান সেনাবাহিনী গত ২৫ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত পরিচালিত এক টানা অভিযানে মোট ৭১ জন সন্ত্রাসীকে হত্যা করেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, উত্তর ওয়াজিরিস্তানের হাসান খেল এলাকায় চালানো অভিযানে ৫৪ জন এবং রবিবার রাতে আরও ১৭ জন সন্ত্রাসী নিহত হয়। সেনাবাহিনীর দাবি, এদের অনেকেই ভারতের মদদপুষ্ট হয়ে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিল।
অভিযান চলাকালে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। পাকিস্তান সরকার এই কর্মকাণ্ডকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখছে।
উল্লেখযোগ্য যে, প্রায় ২,৫০০ কিলোমিটার দীর্ঘ পাক-আফগান সীমান্তের অনেক অংশ এখনো সুরক্ষাহীন, যার ফলে ওই অঞ্চলে প্রায়ই অনুপ্রবেশ ও সংঘর্ষের ঘটনা ঘটে থাকে।
রাকিব/