সদ্য সংবাদ
৮ রানে ৬ উইকেটের পতন, ঘরোয়া ক্রিকেটে বাংলাদেশ গড়ল লজ্জার রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) রেলিগেশন লিগে শুক্রবার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঘটে গেল এক অবিশ্বাস্য ক্রিকেটীয় নাটক। ২৬৫ রানের লক্ষ্য তাড়ায় ভালোভাবেই এগোচ্ছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। জয় তখন একপ্রকার নিশ্চিত মনে হচ্ছিল। কিন্তু হঠাৎ করেই যেন সবকিছু বদলে যায়—মাত্র **৮ রানের ব্যবধানে শেষ ৬ উইকেট হারিয়ে ২৪৫ রানে গুটিয়ে যায় শাইনপুকুর, এবং নাটকীয় জয় তুলে নেয় পারটেক্স স্পোর্টিং ক্লাব, ১৯ রানে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত চাপে পড়ে পারটেক্স। মাত্র ১৩ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকছিল দলটি। কিন্তু সেখান থেকে হাল ধরেন রুবেল মিয়া ও মোহাম্মদ রাকিব। দুজনের ব্যাটে গড়ে ওঠে ১২২ রানের মূল্যবান জুটি। রাকিব করেন ৪৭ রান, আর রুবেল মিয়া খেলেন ইনিংসের সেরা—১২০ বলে সেঞ্চুরি (১০০ রান), ৮টি চার ও ২টি ছক্কা**।
শেষদিকে সাব্বির রহমানের ঝড়ো ২৭ (১৫ বল) ও মুক্তার আলীর ১৪ রান (৭ বল) দলের স্কোর নিয়ে যায় ৭ উইকেটে ২৬৪ রানে।
জবাবে শাইনপুকুর শুরুটা করে দুর্দান্ত। ওপেনিং জুটিতে আসে ৭৩ রান। মইনুল ইসলাম খেলেন ২৭ বলে ঝড়ো ৪৫ রানের ইনিংস। রায়ান রাফসান করেন ৫৯, আর শাহরিয়ার সাকিব ৪৯ রান করে দলকে পৌঁছে দেন জয়ের কাছাকাছি—২৫৬ রানে মাত্র ৪ উইকেট হারানো অবস্থায় জয় তখন সময়ের ব্যাপার বলে মনে হচ্ছিল।
এক অবিশ্বাস্য ধস নামে শাইনপুকুর ইনিংসে। মাত্র ৮ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে ২৪৫ রানে অলআউট হয়ে যায় তারা। সেই সাথে ম্যাচও খোয়ায় ১৯ রানে।
এই পরাজয় শুধু এক ম্যাচ হারের গল্প নয়—এটি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট ইতিহাসে এক নতুন লজ্জার রেকর্ড। এমন ধস এবং আত্মসমর্পণ বিরল, তাও এক প্রায় নিশ্চিত জয়ের পরিস্থিতিতে।
পারটেক্সের পক্ষে রুবেল মিয়ার সেঞ্চুরি যেমন দলের ভিত গড়েছিল, তেমনি বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় আসে দুর্দান্ত প্রত্যাবর্তন। শেষ দিকে যেভাবে শাইনপুকুরের ইনিংসে আগুন ধরানো হয়, তাতে রুবেলদের জয় শুধু অবাক করা নয়—একটা ক্রিকেটীয় শিক্ষা।
এ দিন শাইনপুকুরের ভরাডুবি ছিল যেন এক দৃষ্টান্ত, কিভাবে এক হাতে ধরা ম্যাচ ফসকে যেতে পারে। আর পারটেক্স দেখাল—শেষ পর্যন্ত লড়ে গেলে, কিছুই অসম্ভব নয়।
রুবেল/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ক্যান্সার হওয়ার এক বছর আগেই শরীর যে সংকেত দেয়
- কোন গ্রুপের রক্তের ক্যান্সারের ঝুঁকি বেশি
- দেশে জ্বালানি তেলের দাম নির্ধারণ
- মোটরসাইকেল মালিকদের জন্য বিআরটিএর কঠোর নির্দেশনা
- আবারও কমে গেল সোনার দাম
- তীব্র বিস্ফোরণে কেঁপে উঠলো ইরান
- নিষেধাজ্ঞা শিথিল করল ভারত, শুরু নতুন বিতর্ক
- মৃত্যু ছেলের সাথে ১৫ বছর পর মায়ের দেখা
- ভয়াবহ সুনামির আশঙ্কা: জাপানে প্রাণহানি ঘটতে পারে প্রায় ৩ লাখ মানুষের
- ইরানের জন্য দুঃসংবাদ
- দাম কমিয়ে আজ ১ ভরি সোনার দাম কত হল
- ভারতের ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩৪
- বাংলাদেশে আজ ১ ভরি সোনার দাম
- ঢাকা থেকে আটক নাঈমুর রহমান দুর্জয়
- ইরানকে শক্তিশালী আঘাত করল যুক্তরাষ্ট্র!