ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

নির্বাচনী ময়দানে তারেক রহমান: দুই আসনে মনোনয়নপত্রে স্বাক্ষর

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ২৮ ২২:২৪:০৩
নির্বাচনী ময়দানে তারেক রহমান: দুই আসনে মনোনয়নপত্রে স্বাক্ষর

হাসান: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর গুলশান ও উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ আসন বগুড়া-৬ এই দুটি সংসদীয় আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়বেন তিনি। আজ রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংশ্লিষ্ট আসন দুটির মনোনয়নপত্রগুলোতে স্বাক্ষর করেন তিনি।

গুলশান কার্যালয়ে মনোনয়নপত্রে স্বাক্ষরবিকেলে আসন দুটির দলীয় সমন্বয়কদের উপস্থিতিতে তারেক রহমান আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্রে স্বাক্ষর প্রদান করেন। এর মাধ্যমে দীর্ঘ সময় পর তাঁর নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি চূড়ান্ত রূপ নিল, যা তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন করে প্রাণের সঞ্চার করেছে।

মনোনয়নপত্র সংগ্রহ ও প্রশাসনিক প্রক্রিয়াএর আগে আজ সকালেই ঢাকা-১৭ (গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট) আসনের জন্য ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

অন্যদিকে, গত ২১ ডিসেম্বর বগুড়া-৬ (সদর) আসনের জন্য জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমানের কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন স্থানীয় নেতাকর্মীরা। উল্লেখ্য, বগুড়া বরাবরই বিএনপির অন্যতম শক্ত দুর্গ হিসেবে পরিচিত, আর ঢাকা-১৭ আসনটি রাজধানীর ভিআইপি ও অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত।

তৃণমূলে উদ্দীপনাতারেক রহমানের এই দুই হেভিওয়েট আসন থেকে প্রার্থী হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সারাদেশে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। দলের নীতিনির্ধারকরা মনে করছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সরাসরি নির্বাচনে অংশগ্রহণ দলীয় কর্মীদের মনোবল কয়েক গুণ বাড়িয়ে দেবে।

ট্যাগ: ধানের শীষের নতুন প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আপডেট BNP Final Nominees Today তারেক রহমান নির্বাচন ২০২৬ বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা ঢাকা ১৭ আসনে তারেক রহমান বগুড়া ৬ আসনে তারেক রহমান তারেক রহমানের মনোনয়নপত্র স্বাক্ষর তারেক রহমানের খবর আজ গুলশান বিএনপি কার্যালয় আপডেট ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় বিএনপি বগুড়া সদর বিএনপি প্রার্থী বিএনপি নির্বাচন প্রস্তুতি ২০২৬ তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশ বাংলাদেশের রাজনীতি ব্রেকিং নিউজ Tarique Rahman Election 2026 BNP Candidate List Dhaka 17 Tarique Rahman Bogra 6 Tarique Rahman Signs Nomination Bangladesh 13th National Election Bogra-6 BNP Candidate Tarique Dhaka-17 Seat Tarique Rahman BNP Politics News BD Tarique Rahman London Return News Dhaner Sheesh Candidate List Election News Bangladesh 2026 BNP Chairperson Office Gulshan Tarique Rahman Candidacy News Bangladesh Parliament Election 2026

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ