ঢাকা, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

দক্ষিণ আফ্রিকা বনাম আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ০৭ ১৯:১৭:৩৬
দক্ষিণ আফ্রিকা বনাম আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)

হাসান: আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই দাপট দেখাচ্ছে দক্ষিণ আফ্রিকা নারী দল। পার্লের উইকেটে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়া নারীরা, যা এখন পর্যন্ত দারুণ সফল প্রমাণিত হয়েছে।

১৩.১ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ডে জ্বলজ্বল করছে মাত্র ২ উইকেট হারিয়ে ১১৬ রান। হাতে এখনো অনেক উইকেট থাকায় এবং ওভারপ্রতি প্রায় ৯ রান করে তোলায়, স্বাগতিক দল এখন একটি বিশাল চ্যালেঞ্জিং স্কোর গড়ার দিকে এগিয়ে চলেছে।

ম্যাচের তথ্য ও বর্তমান পরিস্থিতি (লাইভ)

বিবরণ তথ্য
টুর্নামেন্ট: আয়ারল্যান্ড নারী দলের দক্ষিণ আফ্রিকা সফর (২য় টি-২০)
দল: দক্ষিণ আফ্রিকা নারী বনাম আয়ারল্যান্ড নারী
বর্তমান স্কোর: দক্ষিণ আফ্রিকা নারী ১১৬/২ (১৩.১ ওভার)
টসের সিদ্ধান্ত: দক্ষিণ আফ্রিকা ব্যাটিং বেছে নেয়
স্থান: পার্ল

বিশ্লেষণ: প্রোটিয়া ব্যাটারদের দাপট

দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা শুরু থেকেই আইরিশ বোলারদের ওপর কর্তৃত্ব দেখিয়েছেন। দ্রুততম ফরম্যাটে এমন শক্তিশালী শুরু, যেখানে দুই ওপেনারই বড় স্কোর গড়ার ইঙ্গিত দিয়েছেন, তা আয়ারল্যান্ডের জন্য বড় উদ্বেগের কারণ। হাতে এখনো সাতটির বেশি ওভার বাকি থাকায় এবং সেট হওয়া ব্যাটাররা উইকেটে থাকায়, দক্ষিণ আফ্রিকা সহজেই ১৮০ থেকে ১৯০ রানের স্কোর স্পর্শ করতে পারে।

ম্যাচে ফিরতে হলে আইরিশ বোলারদের দরকার দ্রুত একাধিক উইকেট তুলে নিয়ে রানের গতি কমিয়ে আনা। অন্যথায়, আয়ারল্যান্ডের সামনে রান তাড়ার বিশাল চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

খেলাটি বর্তমানে লাইভ চলছে এবং শেষদিকে রানের ঝড় দেখার অপেক্ষায় দর্শকরা।

সরাসরি স্কোরিং দেখতে cricbuzz ফলো করতে পারেন বা সরাসরি দেখতে এখানে ক্লিক করুন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ