ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

রাজবাড়ী আমারও বাড়ি: শ্বশুরবাড়ির আবেগে তাসনিম জারার ফেসবুক বার্তা

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জুলাই ১৫ ২১:৪৭:২৯
রাজবাড়ী আমারও বাড়ি: শ্বশুরবাড়ির আবেগে তাসনিম জারার ফেসবুক বার্তা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৭ জুলাই রাজবাড়ী রেলগেটে অনুষ্ঠিতব্য সমাবেশে অংশ নিতে রাজবাড়ীবাসীর প্রতি উন্মুক্ত আমন্ত্রণ জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও চিকিৎসক তাসনিম জারা।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে নিজের ফেসবুক স্ট্যাটাসে এক আবেগঘন বার্তায় তিনি জানান, রাজবাড়ী শুধু তার স্বামীর বাড়ি নয়, তার নিজেরও এক প্রিয় ঠিকানা।

স্ট্যাটাসে তাসনিম জারা লেখেন, "রাজবাড়ী আমার শ্বশুরবাড়ি, মানে আমারও বাড়ি। ঢাকার পর এই শহরেই আমার সবচেয়ে বেশি স্মৃতি জমে আছে। পদ্মায় নৌকা ভাসিয়ে ইলিশ কিনেছি, মোটরসাইকেলে ঘুরেছি বরাট বাজার থেকে গুদারবাজার, দৌলতদিয়া থেকে এনেছি নদীর টাটকা মাছ। নির্মল মিষ্টান্ন ভাণ্ডারের চমচম এখনো মুখে লেগে আছে। এবার ফিরছি এক নতুন ভালোবাসা নিয়ে—জুলাই অভ্যুত্থানের সাহসী নেতাদের সঙ্গে। ১৭ জুলাই, বিকেল ৩টায় আমাদের পদযাত্রা পৌঁছাবে রাজবাড়ী রেলগেটে।"

তিনি আরও লেখেন, "এই পদযাত্রা শুরু হয়েছে ১ জুলাই থেকে। দেশের নানা প্রান্ত ঘুরে দেখছি—এই দেশ কতটা দয়ালু, কতটা সম্ভাবনাময়, প্রতিদিনই নতুন করে অনুভব করছি। রাজবাড়ীতেও আমরা অপেক্ষায় থাকব আপনাদের জন্য। পদযাত্রার সহযাত্রী নাহিদ, হাসনাত, সারজিস, নাসির, আখতার—সবাই থাকছে। সময় পেলে চলে আসবেন, দেখা হবে।"

রাজবাড়ীতে এনসিপির এই পদযাত্রা ও সমাবেশ ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। জেলার বিভিন্ন উপজেলায় মাইকিং ও পোস্টারিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রচার-প্রচারণা চলছে।

ডা. তাসনিম জারা রাজবাড়ীকে শুধু শ্বশুরবাড়ি নয়, নিজের ভালোবাসার ঠিকানা বলেই মনে করেন। তিনি পদযাত্রার অংশ হিসেবে রাজবাড়ীতে আসার কথা জানিয়ে সকলকে আহ্বান জানিয়েছেন ভালোবাসা আর পরিবর্তনের যাত্রায় শামিল হতে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ