ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

তিনজন উত্তরসূরি ঠিক করলেন ইরানের সর্বোচ্চ নেতা

বিশ্ব ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জুন ২১ ২০:৫৬:০৫
তিনজন উত্তরসূরি ঠিক করলেন ইরানের সর্বোচ্চ নেতা

নিজস্ব প্রতিবেদক: ইসরায়েলের প্রকাশ্য হত্যার হুমকির মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত নিয়েছেন—তিনি বেছে নিয়েছেন সম্ভাব্য তিনজন উত্তরসূরিকে। মার্কিন পত্রিকা নিউ ইয়র্ক টাইমস–এর এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য প্রকাশ পায়।

প্রতিবেদন অনুযায়ী, একটি সুরক্ষিত বাঙ্কারে অবস্থানকালে খামেনি এই তালিকা চূড়ান্ত করেন। পরিকল্পনার সঙ্গে ঘনিষ্ঠ তিনজন ইরানি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানানো হয়, উত্তরসূরি নির্ধারণের পাশাপাশি তিনি ইসরায়েলি হামলায় নিহত শীর্ষ সেনা কর্মকর্তাদের জায়গায় নতুন কমান্ড কাঠামোও গড়ে তুলেছেন।

তবে সবচেয়ে চমকপ্রদ দিকটি হলো—এই তালিকায় নেই খামেনির পুত্র মোজতবা খামেনির নাম, যাকে অনেকদিন ধরেই তাঁর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছিল। মোজতবা খামেনি নিজেও রাজনৈতিকভাবে সুপ্রশিক্ষিত ও ক্ষমতাধর বলেই পরিচিত।

ঘটনার পটভূমিতে আরও উত্তেজনা যোগ হয় যখন গত ১৯ জুন, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক টেলিভিশন ভাষণে বলেন, "খামেনি আধুনিক যুগের হিটলার, এবং তাঁর দিন ফুরিয়ে এসেছে।" এই মন্তব্য তেহরানে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি করে।

এর আগেও মার্কিন গোয়েন্দা সূত্রে জানা গিয়েছিল, খামেনিকে হত্যার একটি পরিকল্পনা তৈরি করেছিল ইসরায়েল, যদিও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই পরিকল্পনায় ভেটো দেন। ট্রাম্প জানিয়েছিলেন, তারা খামেনির অবস্থান জানেন, কিন্তু তাঁকে হত্যা করার কোনো তাত্ক্ষণিক পদক্ষেপ নেওয়া হবে না।

এই প্রেক্ষাপটে খামেনির উত্তরসূরি নির্বাচন ও সামরিক নেতৃত্ব পুনর্গঠন স্পষ্ট ইঙ্গিত দেয়—ইরান এখন শুধু বাহ্যিক হুমকি নয়, বরং ভবিষ্যৎ রাজনৈতিক অনিশ্চয়তা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিয়েও গভীরভাবে ভাবছে।

—সোহাগ/

ট্যাগ: ইরান

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ