সদ্য সংবাদ
১২ দেশের নাগরিকদের আজীবন যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ

যুক্তরাষ্ট্রে ‘সন্ত্রাসী হুমকি’ রুখতে ১২ দেশের নাগরিকদের ওপর সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে আরও সাতটি দেশের ওপর আংশিকভাবে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।
এই নিষেধাজ্ঞা সোমবার, ৯ জুন থেকে কার্যকর হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার তথ্য অনুযায়ী, এই সিদ্ধান্তের প্রেক্ষিতে লস অ্যাঞ্জেলেসে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ। ট্রাম্পের অভিবাসনবিরোধী নীতির বিরুদ্ধেই এই আন্দোলনের সূত্রপাত।
সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা দেশগুলো হলো: আফগানিস্তান, চাদ, ইরিত্রিয়া, মিয়ানমার, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন।
আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা দেশগুলো হলো: বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা। তবে এসব দেশের নাগরিকদের কিছু ‘সাময়িক কাজের ভিসা’ দেওয়ার সুযোগ থাকবে বলে জানানো হয়েছে।
এর আগেও ট্রাম্প তার প্রথম মেয়াদে বেশ কিছু মুসলিম দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিলেন, যা নিয়ে তীব্র সমালোচনা হয়।
এদিকে, অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে লস অ্যাঞ্জেলেসে শুরু হওয়া আন্দোলন রোববার রাত থেকে আরও তীব্র রূপ নেয়। সোমবার হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে, প্রধান সড়ক অবরোধ করে এবং কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করে।
বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস, রাবার বুলেট ছোড়ে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় ট্রাম্প লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন।