ঢাকা, শুক্রবার, ১৩ জুন ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২

মুস্তাফিজকে নিয়ে বয়কটের ভয়ে দিল্লি ক্যাপিটালস!

ফুটবল ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ মে ১৯ ২০:১৮:৩৫
মুস্তাফিজকে নিয়ে বয়কটের ভয়ে দিল্লি ক্যাপিটালস!

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি পেস তারকা মুস্তাফিজুর রহমানকে নিয়ে যেন কিছুটা সতর্ক এবং কৌশলী ভূমিকা নিচ্ছে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস। স্কোয়াডে নাম থাকলেও, গেল ২৪ ঘণ্টায় দিল্লির ফেসবুক পেজে ৩০টিরও বেশি পোস্টে একবারও দেখা মেলেনি ‘কাটার মাস্টার’ মুস্তাফিজের।

সাধারণত আইপিএলে বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে পোস্ট মানেই সোশ্যাল মিডিয়ায় বিপুল রিচ—শেয়ার, কমেন্ট, রিয়্যাকশনের বন্যা। কিন্তু এবার সেই চিত্র পাল্টে গেছে। কারণ, মুস্তাফিজকে অন্তর্ভুক্ত করার পরই ভারতীয় দর্শকদের একটি অংশ দিল্লির ম্যাচ বয়কটের ডাক দেয়। সেই ট্রেন্ড ছড়ায় এক্স (সাবেক টুইটার) সহ বিভিন্ন মাধ্যমে।

সম্ভবত সেই নেতিবাচক প্রতিক্রিয়ার ভয়ে দিল্লির সোশ্যাল মিডিয়া টিম মুস্তাফিজকে আড়ালেই রাখছে। ম্যাচের দিনও ছিল না কোনো স্বাগত বার্তা, এমনকি ভালো পারফর্ম করলেও মেলেনি প্রশংসা—বরং ছিল পরিকল্পিত নীরবতা।

আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইটেও ছবি-ভিডিওর গ্যালারিতে মুস্তাফিজ প্রায় অনুপস্থিত। একটি ছবিতে দেখা গেলেও তিনি রয়েছেন ঝাপসা হয়ে, অন্য একজন খেলোয়াড়ের পেছনে।

১৪ মে, অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাগ্রাফটের পরিবর্তে মুস্তাফিজকে দলে নেওয়ার ঘোষণা দেয় দিল্লি। কারণ, জ্যাক ভারতে খেলতে আগ্রহ দেখাননি। বিসিসিআই’র নিয়ম মেনেই তাকে স্কোয়াডে নেওয়া হলেও, অনেক ভারতীয় ভক্ত সিদ্ধান্তটি ভালোভাবে নেননি।

তবে বাংলাদেশের ভক্তদের মধ্যে উল্টো চিত্র। মুস্তাফিজের আইপিএল প্রত্যাবর্তনে তাঁরা উচ্ছ্বসিত। মাত্র দুই ম্যাচের অনুমতির অনুরোধ করলেও বিসিবি ছাড় দিয়েছে তিন ম্যাচের জন্য। নাম ঘোষণার পর থেকেই ফেসবুক-টুইটারজুড়ে ভক্তদের উত্তেজনা চোখে পড়ার মতো।

৬ কোটি রুপিতে দলে নেওয়া মুস্তাফিজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ শেষে সরাসরি দিল্লিতে এসে খেলেন ম্যাচ। যদিও চোখধাঁধানো বোলিং না করলেও, দলের অন্য বোলারদের তুলনায় কম রান দিয়েছেন—যা তার নিয়ন্ত্রিত বোলিংয়ের প্রমাণ।

এখনো দিল্লির হাতে দুটি ম্যাচ বাকি। মুস্তাফিজ যদি বাকি ম্যাচগুলোতে পারফর্ম করতে পারেন, তাহলে হয়তো ভক্তদের মন জয় করে তিনি জায়গা করে নিতে পারবেন দিল্লির অফিশিয়াল পোস্টেও।

রাকিব/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ