ঢাকা, বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২

সাকিব-শিশিরের বিচ্ছেদ: গুজব না সত্য, জেনে নিন প্রকৃত ঘটনা

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ মে ১১ ১০:৪৫:৩৬
সাকিব-শিশিরের বিচ্ছেদ: গুজব না সত্য, জেনে নিন প্রকৃত ঘটনা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নাম সাকিব আল হাসান। রাজনীতিতে সক্রিয় হওয়ার পর মাঠের ব্যস্ততা কিছুটা কমলেও, সময় দিচ্ছেন স্ত্রী শিশির ও সন্তানদের সঙ্গে যুক্তরাষ্ট্রে।

সম্প্রতি আবারও আলোচনায় উঠে এসেছে সাকিব ও শিশিরের দাম্পত্য জীবন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তাদের বিচ্ছেদের গুঞ্জন, যা কিছু অনলাইন পোর্টাল যাচাই না করেই প্রকাশ করে বসে।

কিন্তু বাস্তবতা হলো—এই খবর পুরোপুরি ভিত্তিহীন। ৭ মে, নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্ত্রী শিশিরের সঙ্গে একটি রোমান্টিক ছবি শেয়ার করেন সাকিব। ছবিতে কোনো ক্যাপশন না থাকলেও, ভালোবাসার সেই মুহূর্তই স্পষ্ট করে দেয়—তাদের সম্পর্ক অটুট।

সাকিব-শিশিরের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, তাদের বৈবাহিক জীবনে কোনো ধরনের টানাপোড়েন নেই। এর আগেও একবার শিশির সাকিবের কিছু ছবি ফেসবুক থেকে মুছে দিলে অনেকে সন্দেহ করেছিল। তখনও শিশির স্পষ্ট করে জানিয়ে দেন—তাদের সম্পর্ক স্বাভাবিক ও ভালোই চলছে।

সবশেষে বলা যায়, গুজব নিয়ে বিভ্রান্ত না হয়ে সত্য যাচাই করাই বুদ্ধিমানের কাজ। সাকিব ও শিশির এখনো সুখী দাম্পত্য জীবনে একসঙ্গে আছেন।

সোহাগ/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ