ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

সিন্ধুর পানি বন্ধ হলে ভারতে সামরিক হামলা হবে: পাকিস্তান 

বিশ্ব ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ মে ০৩ ১৩:৩০:১৭
সিন্ধুর পানি বন্ধ হলে ভারতে সামরিক হামলা হবে: পাকিস্তান 

পানির প্রবাহ বন্ধ করাও এক ধরনের যুদ্ধ — এমন মন্তব্য করে ভারতকে কড়া হুঁশিয়ারি দিল পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেন, “ভারত যদি সিন্ধু নদে এমন কোনো পদক্ষেপ নেয় যাতে পানি আটকে যায়, তাহলে সেটি সরাসরি আগ্রাসন হিসেবে বিবেচিত হবে এবং পাকিস্তান সামরিকভাবে জবাব দেবে।”

শুক্রবার (২ মে) জিও নিউজের ‘নয়া পাকিস্তান’ টকশোতে তিনি আরও বলেন, “লাখো মানুষ পানির অভাবে খাদ্য সংকটে পড়বে, যা মৃত্যু ডেকে আনবে। এমন অবস্থায় আমরা চুপ থাকব না।”

সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর ভয়াবহ হামলার পর ভারত পাকিস্তানকে দায়ী করে। এর পর নয়াদিল্লি সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ একাধিক কঠোর পদক্ষেপ নেয়। পাল্টা জবাবে ইসলামাবাদও ভারতকে লক্ষ্য করে বাণিজ্য ও যোগাযোগ বন্ধ করে দেয়। এরই মধ্যে দুই দেশের সম্পর্ক চরম উত্তেজনার মুখে পড়েছে।