সদ্য সংবাদ
কাশ্মীর হামলার পেছনে 'র'-এর হাত রয়েছে, দাবি পাকিস্তানের

নিজস্ব প্রতিবেদক: কাশ্মীরের সাম্প্রতিক হামলার জন্য ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-কে দায়ী করেছে পাকিস্তানের গণমাধ্যম। টেলিগ্রামে ছড়িয়ে পড়া একটি কথিত গোপন নথির উদ্ধৃতি দিয়ে তারা দাবি করছে, এই হামলা পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, পহেলগামের ওই হামলাকে অমুসলিম জনগণের ওপর হামলা হিসেবে তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছিল নথিটিতে। পাশাপাশি, আইএসআই-এর নাম ব্যবহার করে ভুয়া প্রোফাইলের মাধ্যমে বিভ্রান্তিমূলক প্রচার চালানোর পরিকল্পনার কথাও বলা হয় সেখানে।
এই পরিস্থিতিতে সীমান্ত এলাকায় পূর্ণমাত্রায় সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। সেনাপ্রধান আসিম মুনির হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারতের যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে।
অন্যদিকে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা দিয়েছেন, হামলায় যারাই জড়িত থাকুক না কেন, কাউকে ছাড়া হবে না।
চলমান উত্তেজনার প্রেক্ষাপটে, যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত ও পাকিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানিয়েছেন।
এদিকে নিরাপত্তা শঙ্কায় আজাদ কাশ্মীরে ১০ দিনের জন্য সব ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে পাকিস্তান প্রশাসন।