ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

সামরিক অভিযানে মোদির ‘সবুজ সংকেত’

বিশ্ব ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ এপ্রিল ২৯ ২২:১১:১৪
সামরিক অভিযানে মোদির ‘সবুজ সংকেত’

নিজস্ব প্রতিবেদক: জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতের প্রতিক্রিয়া কী হতে পারে, তা নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, প্রতিরক্ষা প্রধান অনীল চৌহান এবং তিন বাহিনীর প্রধানগণ।

বৈঠকে মোদি বলেন, “সশস্ত্র বাহিনী তাদের প্রতিক্রিয়ার সময় ও স্থান নির্ধারণে সম্পূর্ণ স্বাধীন।" তিনি আরও স্পষ্ট করে দেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই আমাদের জাতীয় অঙ্গীকার, এতে কোনও ছাড় নেই।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী মোদির এই বক্তব্য আসলে সশস্ত্র প্রতিক্রিয়ার প্রতি একপ্রকার মৌন সমর্থন বা অনুমোদনের ইঙ্গিত।

বৈঠক শেষে মোদির বাসভবনে উপস্থিত হন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। যদিও হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করেছে, ইসলামাবাদ এ অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের পুলওয়ামা হামলায় ৪০ জন ভারতীয় জওয়ানের প্রাণহানির পর ভারতীয় বিমানবাহিনী বালাকোটে জইশ-ই-মোহাম্মদের ঘাঁটিতে বিমান হামলা চালায়—যা এখনো স্মরণে গাঁথা রয়েছে।

শীলা/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ