সদ্য সংবাদ
অবশেষে ক্যাম্পে ফিরছেন বিদ্রোহী নারী ফুটবলাররা
-1200x800.jpg)
ছুটি শেষে আগামী ৬ এপ্রিল ক্যাম্পে ফিরছেন বিদ্রোহী নারী ফুটবল খেলোয়াড়রা। পরদিন থেকেই শুরু হবে তাদের অনুশীলন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ইতোমধ্যে ৫৫ জন নারী ফুটবলারের কাছে ক্যাম্পে যোগ দেওয়ার জন্য খুদেবার্তা পাঠিয়েছে।
এর আগে, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ঘোষণা করেছিলেন যে বিদ্রোহী ১৮ ফুটবলারের পাশাপাশি সবাইকে ক্যাম্পে ডাকা হবে। সেই অনুযায়ী, সাবিনা, মাসুরাসহ বিদ্রোহী ১৮ ফুটবলারকেও ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে।
শুক্রবার সাতক্ষীরায় নিজ বাড়ি থেকে ফুটবলার মাসুরা পারভীন বলেন, ‘বাফুফে থেকে আমাদের ৬ এপ্রিল ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে, আমরাও সেখানে যাচ্ছি।’
এদিকে, ঈদের পর ভুটানের ঘরোয়া লিগে ট্রান্সপোর্ট ইউনাইটেড ক্লাবের হয়ে খেলার পরিকল্পনা করছেন মাসুরা পারভীন ও গোলকিপার রুপনা চাকমা।
ভুটান যাত্রা নিয়ে মাসুরা পারভীন জানান, ‘ক্লাবের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, ঈদের পরই সেখানে যাব।’