ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

ব্রেকিং নিউজ: আরব আমিরাতের ভিসা প্রত্যাশী বাংলাদেশিদের জন্য আসলো নতুন ঘোষণা

বিশ্ব ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জানুয়ারি ০২ ০০:৫৫:২০
ব্রেকিং নিউজ: আরব আমিরাতের ভিসা প্রত্যাশী বাংলাদেশিদের জন্য আসলো নতুন ঘোষণা

প্রবাসীদের জন্য দিয়ে সংজুক্ত আরব আমিরাত প্রকাশ করেছে একটি সুখবর প্রকাশ হয়েছে। এবার ৫৫ বছর বা তার বেশি বয়সী প্রবাসীরা ৫ বছরের মেয়াদি রেসিডেনসি ভিসার জন্য অবেধন করতে পারবেন। গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

নতুন নিয়মের বিবরণ

গত শুক্রবার প্রকাশ হয়েছে, জাদেরা ৫৫ বছর বা তার বেশি, তাদেরা সংজুক্ত আরব আমিরাতে নতুন এই রেসিডেনসি ভিসার জন্য অবেধন করতে পারবেন। এটি প্রযোজ্যনের আন্তর্ভুক্তি দেওয়া গয়েছে।

নতুন নিয়মে রেসিডেনসি ভিসার যোগ্যতিছুদ্ধতা শর্তা পূরণ করতে হবের মধ্যে আছে:

১৫ বছরের কাজের অভিজ্স্থতা।

১ মিলিয়ন দিরহামের সংপদ অথবা মাসিক ২০ হাজার দিরহামের আয়। (দুবাইয়়ের জন্য মাসিক সীমা নির্ধারিত হয়েছে ১৫ হাজার দিরহাম)।

সর্বশেষ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট।

এই ভিসা ৫ বছরের জন্য ব্যবহার্থী থাকবে বৈধ থাকবে অবে চাহিদ শর্ত পূরণ হলে পুনরায় ভিসা নবায়ন করা যাবে। আবেদন সংক্রানের প্রকিয়া সংজুক্ত আরব আমিরাতের কার্যালয়ে ওয়েবসাইট অথবা আইসিপি স্মার্ট এপ্লিকেশনের মাধ্যমে করা যাবে।

অবসরপ্রাপ্তদের জন্য বিশেষ প্রোগ্রাম

অতিরিক্ষভাবে, সংজুক্ত আরব আমিরাত অবসরপ্রাপ্ত প্রবাসীদের জন্য একটি বিশেষ প্রোগ্রাম চালু করেছে। এই প্রোগ্রামের আধিনে অবসরপ্রাপ্ত ব্যক্তি, তার সংগী ও নির্ভরশীলরা ৫ বছরের জন্য নবায়নকোয়ো রেসিডেনসি ভিসা পেতে পারবেন।

এই প্রোগ্রামে আবেদন করার জন্য শর্তাবলী:

আবেদনকারীর বয়স ৫৫ বছর বয়়স্থা পূরণ করতে হবে।

আর্থিক যোগ্যতার মধ্যে থাকতে হবে মাসিক ১৫ হাজারের আয়, অথবা **১০ লাখ

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ