ঢাকা, শনিবার, ৩ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

আমাকে দেশে ফেরত নিতে না পারা ক্রিকেট বোর্ডের ব্যর্থতা: সাকিব

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ০৩ ০০:২১:১৯
আমাকে দেশে ফেরত নিতে না পারা ক্রিকেট বোর্ডের ব্যর্থতা: সাকিব

হাসান: গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশান্তরী বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান অবশেষে মুখ খুলেছেন। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে (IL T20) এমআই এমিরেটসের হয়ে মাঠ মাতালেও সাকিবের ভাবনায় এখন শুধুই দেশে ফেরা এবং বিসিবির ‘ব্যর্থতা’। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বিসিবি ও সরকারের মধ্যকার সম্পর্ক নিয়ে যেমন প্রশ্ন তুলেছেন, তেমনি নিজের দেশে ফেরার পথে আকস্মিক বাধার নেপথ্য কাহিনীও ফাঁস করেছেন।

দুবাই থেকে ফেরার ‘গ্রিন সিগন্যাল’ যেভাবে লাল হয়ে গেলসাকিব জানিয়েছেন, দেশে ফেরার জন্য তাঁকে সরাসরি ক্রীড়া ও আইন উপদেষ্টারা সবুজ সংকেত দিয়েছিলেন। এমনকি বিসিবি থেকেও পূর্ণ নিশ্চয়তা পেয়ে তিনি যুক্তরাষ্ট্র থেকে প্লেনে উঠেছিলেন। কিন্তু দুবাইয়ে ট্রানজিটের সময় নাটকীয় মোড় নেয় ঘটনাটি। সাকিবের ভাষ্যমতে, "দুবাইয়ে নামার পর সব জায়গা থেকে বলা হলো পরিস্থিতি ১২ ঘণ্টার মধ্যে বদলে গেছে। আমাকে না আসতেই পরামর্শ দেওয়া হলো। ফলে আর আসা হয়নি।" সাকিবের এই বক্তব্যে ফুটে উঠেছে তৎকালীন অনিশ্চয়তার চিত্র।

বিসিবি কি সরকারের হাতের পুতুল?ক্রিকেট বোর্ডে সরকারের প্রভাব নিয়ে সাকিব কড়া সমালোচনা করেন। তিনি সাফ জানিয়ে দেন, ক্রিকেট বোর্ডের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক থাকা উচিত নয়। যদি বিসিবি সরকারের চাপের কথা বলে আমাকে দেশে ফেরাতে ব্যর্থ হয়, তবে সেটা তাদের চরম ব্যর্থতা। বিদ্রূপের ছলে সাকিব বলেন, "ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপ থাকলে তো বিষয়টি আইসিসিতে যাওয়া উচিত এবং বিসিবিকে নিষিদ্ধ করে দেওয়া উচিত!"

গণমাধ্যমকে সাকিবের সরাসরি বার্তাফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় নির্বাচনের পর ক্ষমতায় রদবদল হলে তিনি দেশে ফিরবেন কি না—এমন প্রশ্নে সাকিব সাংবাদিকদের ওপরই চড়াও হন। তিনি সরাসরি বলেন, ভয় না পেয়ে সঠিক প্রশ্নটি সরকারকে করা উচিত। সরকার ও ক্রিকেট বোর্ডের মুখোমুখি দাঁড়িয়ে এই সত্য খুঁজে বের করার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি। গত ১৬ মাস জাতীয় দলের জার্সিতে মাঠে না নামলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দাপিয়ে বেড়ানো এই তারকা এখন তাকিয়ে আছেন দেশের রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনের স্বচ্ছতার দিকে।

ট্যাগ: সাকিব আল হাসান ইন্টারভিউ ২০২৬ সাকিবের দেশে ফেরা নিয়ে আপডেট বিসিবি ও সাকিবের দ্বন্দ্ব এমআই এমিরেটস সাকিব আল হাসান বিসিবি নিষিদ্ধ হওয়ার দাবি সাকিবের ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ সাকিবের কানপুর টেস্ট পরবর্তী পরিস্থিতি সাকিব আল হাসান পলিটিক্স নিউজ আসন্ন জাতীয় নির্বাচন ২০২৬ সাকিব সাকিবের বর্তমান অবস্থান কোথায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিউজ আজ ক্রীড়া উপদেষ্টার সাথে সাকিবের কথা সাকিব আল হাসানের নতুন সাক্ষাৎকার আইএল টি২০ সাকিব আল হাসান সাকিবের আওয়ামী লীগ ও নির্বাচন প্রসঙ্গ Shakib Al Hasan Interview 2026 Shakib Return to Bangladesh News Shakib Al Hasan MI Emirates BCB Ban ICC Interference Shakib Al Hasan vs BCB Conflict Bangladesh Election February 2026 Shakib Shakib Al Hasan Latest News Today Why Shakib is not in Bangladesh Shakib Al Hasan Dubai Airport Incident Cricket Board Governance Issues BD Shakib Al Hasan National Team Comeback BCB Failure Shakib Al Hasan Shakib Al Hasan Politics and Cricket IL T20 Shakib News Bangladesh Cricket News January 2026

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ