ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

বিএনপি থেকে বহিষ্কার রুমিন ফারহানা

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ৩০ ১৯:১৮:০৭
বিএনপি থেকে বহিষ্কার রুমিন ফারহানা

হাসান: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব স্তরের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার অভিযোগে এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া–২ আসন ও মনোনয়ন বিবেচনা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল ও আশুগঞ্জ) আসনটি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের জন্য ছেড়ে দিয়েছে বিএনপি। এই আসনে জমিয়তের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।

এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। এর আগে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত জানাতে গিয়ে তিনি দল থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন।

রুমিন ফারহানা গণমাধ্যমে জানান, ‘প্রয়োজনে দল ব্যবস্থা নেবে। মনোনয়ন না পাওয়ার আগেই আমি সম্মানের সঙ্গে পদত্যাগ করব।’

বিএনপির এই পদক্ষেপ রাজনৈতিক মহলে শৃঙ্খলা রক্ষা ও নির্বাচনের আগে দৃষ্টান্ত স্থাপনের চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ