ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির ৯ কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ৩০ ১৯:০৮:৫৮
জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির ৯ কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার

হাসান: বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে শৃঙ্খলা রক্ষার সংকল্প দেখিয়ে দলীয় সিদ্ধান্ত অমান্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে দলের অবস্থানের বিপরীতে পদক্ষেপ নেওয়ার দায়ে ৯ জন নেতাকে বহিষ্কার করেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে এই কঠোর শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরবসহ মোট ৯ জন নেতাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল স্তরের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতাদের তালিকা

ব্যারিস্টার রুমিন ফারহানা – সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি

সাইফুল আলম নীরব – সাবেক আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি

মুহাম্মদ গিয়াস উদ্দিন – সদস্য, জাতীয় নির্বাহী কমিটি

মোহাম্মদ শাহ আলম – সদস্য, জাতীয় নির্বাহী কমিটি

হাসান মামুন – সদস্য, জাতীয় নির্বাহী কমিটি

আব্দুল খালেক – সদস্য, জাতীয় নির্বাহী কমিটি

তরুণ দে – মহাসচিব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট

মামুনুর রশিদ/চাকসু মামুন – সহ-সভাপতি, সিলেট জেলা বিএনপি

কৃষিবিদ মেহেদী হাসান পলাশ – সভাপতি, বাঞ্চারামপুর উপজেলা বিএনপি

বহিষ্কারের পেছনের কারণ

বিএনপি সূত্র জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র বা ভিন্ন পথে নির্বাচনে অংশ নেওয়া এবং শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড চালানোর অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে এমন বড় ধরনের বহিষ্কার দলকে শৃঙ্খলাবদ্ধ রাখার ক্ষেত্রে শক্তিশালী সংকেত হিসেবে কাজ করবে।

এ ঘটনা ভোটপ্রক্রিয়ার আগে দলীয় অভ্যন্তরীণ নীতিমালা ও শৃঙ্খলা বজায় রাখার গুরুত্ব নিয়ে দেশজুড়ে আলোচনা সৃষ্টি করেছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ