ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

হাড়কাঁপানো শীত-কুয়াশা নিয়ে যে পূর্বাভাস আবহাওয়া অফিস

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ২৮ ২১:৪৬:০২
হাড়কাঁপানো শীত-কুয়াশা নিয়ে যে পূর্বাভাস আবহাওয়া অফিস

হাসান: পৌষের হাড়কাঁপানো শীতে জবুথবু জনজীবন। আকাশ আংশিক মেঘলা আর ঘন কুয়াশার দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের যোগাযোগ ব্যবস্থা।

আজ রবিবার (২৮ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও কুয়াশার দাপট থাকবে দুপুর পর্যন্ত। বিশেষ করে নদী অববাহিকা ও উত্তরাঞ্চলে শীতের অনুভূতি তীব্রতর হচ্ছে।

গত দুদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দৃষ্টিসীমা কমে আসায় বড় ধরনের বিঘ্ন ঘটছে যাতায়াতে। গতকাল ঘন কুয়াশার কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে অন্তত ৮টি আন্তর্জাতিক ফ্লাইট কলকাতা, চট্টগ্রাম ও ব্যাংককে ডাইভার্ট করা হয়েছে।

এদিকে, নৌপথে ঝুঁকি এড়াতে আজ সন্ধ্যায় বরিশাল-ঢাকা রুটের সব লঞ্চের যাত্রা বাতিল করেছে বিআইডব্লিউটিএ (BIWTA)। মেঘনা নদীতে কুয়াশার কবলে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে এমভি মহারাজ-৭ নামের একটি লঞ্চ। এছাড়া কুয়াশার কারণে মহাসড়কেও ধীরগতিতে যানবাহন চলাচল করায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

আবহাওয়াবিদদের মতে, বর্তমানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। হিমেল বাতাসের কারণে দিনের বেলাতেও হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস বলছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ এবং বঙ্গোপসাগরের মৌসুমী লঘুচাপের প্রভাবে এই কুয়াশাচ্ছন্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার চিত্র

শুষ্ক প্রকৃতি: সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে, আকাশ থাকবে আংশিক মেঘলা।

কুয়াশার স্থায়ীত্ব: মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট বজায় থাকবে।

যোগাযোগ সতর্কতা: কুয়াশার কারণে বিমান, নৌ ও সড়ক পথে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

হিমেল হাওয়া: তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও উত্তর-পশ্চিমের হিমেল হাওয়ায় শীতের অনুভূতি দীর্ঘস্থায়ী হবে।

ট্যাগ: শৈত্যপ্রবাহের খবর আজ আজকের আবহাওয়ার খবর ২৮ ডিসেম্বর বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা কত আজ ঘন কুয়াশায় বিমান চলাচল ব্যাহত বরিশাল ঢাকা লঞ্চ চলাচল বন্ধ আবহাওয়া অধিদপ্তর আজকের খবর শীতের তীব্রতা ও ঘন কুয়াশা জানুয়ারি মাসের আবহাওয়ার পূর্বাভাস ঢাকা বিমানবন্দর ফ্লাইট ডাইভার্ট কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা হিমেল হাওয়া ও শীত কিশোরগঞ্জ নিকলি সর্বনিম্ন তাপমাত্রা আবহাওয়ার বার্তা আজ ঘন কুয়াশায় সড়ক যোগাযোগ উত্তরবঙ্গের শীতের খবর ২০২৬ Bangladesh Weather Update 28 Dec Flight Diverted from Dhaka Airport Lowest Temperature in Bangladesh Today Dense Fog Impact on Transport BD Barishal to Dhaka Launch Cancelled BMD Weather Forecast Today Winter Chill Bangladesh 2026 Nikli Minimum Temperature Weather News Today BD Fog Disruption in Aviation Bangladesh Cold Wave Warning Bangladesh Inland Water Transport Fog Issue Weather Report 28 December Visibility Alert Bangladesh Weather News Live Dhaka আবহাওয়া অফিস আবহাওয়া তাপমাত্রা পূর্বাভাস নিম্নচাপ কুয়াশা শীতের খবর শীত শুষ্ক আবহাওয়া ঘন কুয়াশা শীত অনুভূতি রাতের তাপমাত্রা দিনের তাপমাত্রা জানুয়ারি শীত যোগাযোগ ব্যাহত বিমান চলাচল সড়ক যোগাযোগ নদীপথ বসন্ত আগে শীত উচ্চচাপ দেশের আবহাওয়া শৈত্যপ্রবাহ

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ