ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

হাসান

রিপোর্টার

আনঅফিসিয়াল মোবাইল নিয়ে নতুন যে সিদ্ধান্ত এলো

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ১১ ০১:২১:২০
আনঅফিসিয়াল মোবাইল নিয়ে নতুন যে সিদ্ধান্ত এলো

হাসান: দেশে আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) সিস্টেম কার্যকর হওয়ার কথা থাকলেও, বাজারে মজুত থাকা আনঅফিসিয়াল মোবাইল ফোন বিক্রির ক্ষেত্রে ব্যবসায়ীরা পেলেন বড় স্বস্তি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব ফোন বিক্রির সময়সীমা আগামী মার্চ মাস পর্যন্ত বাড়ানো হয়েছে।

বুধবার সচিবালয়ে হ্যান্ডসেট উৎপাদক, বিটিআরসি ও মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে এক যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

১. নতুন সময়সীমা ও নিবন্ধন নিয়ম

বৈঠকে জানানো হয় মার্চ পর্যন্ত যেসব আনঅফিসিয়াল ফোন বিক্রি হবে, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে NEIR সিস্টেমে নিবন্ধিত হয়ে যাবে।

মূল পয়েন্টগুলো-

মার্চ পর্যন্ত বিক্রি: বিক্রেতারা তাদের মজুত থাকা আনঅফিসিয়াল ফোন চলতি মার্চ পর্যন্ত বিক্রি করতে পারবেন।

স্বয়ংক্রিয় নিবন্ধন: এই সময়ের মধ্যে ফোন কিনলে তা অটোমেটিক্যালি NEIR-এ যোগ হবে।

মার্চ পরবর্তী নিষেধাজ্ঞা: সময়সীমা পেরোলে আনঅফিসিয়াল ফোন বাজারজাত করার সুযোগ আর থাকবে না।

বৈঠক শেষে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সভাপতি মো. আসলাম জানান, ১১ ডিসেম্বর সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

২. ব্যবসায়ীদের প্রতিক্রিয়া ও বিক্ষোভ

সিদ্ধান্ত প্রকাশের পরপরই মোবাইল ব্যবসায়ীদের মধ্যে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া।

কারওয়ান বাজারে বিক্ষোভ: সন্ধ্যায় NEIR সিস্টেমে সংস্কারের দাবি জানিয়ে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

আন্দোলন প্রত্যাহারের ইঙ্গিত: মো. আসলাম জানান, আন্দোলনকারী ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে দ্রুতই আন্দোলন প্রত্যাহারের বিষয়ে ঘোষণা দেওয়া হবে।

নতুন সিদ্ধান্তটি যেমন ব্যবসায়ীদের মজুত পণ্য বিক্রির সুযোগ বাড়িয়ে স্বস্তি দিয়েছে, তেমনি মার্চের পর থেকে NEIR সিস্টেম পুরোপুরি কার্যকর করে দেশে শতভাগ বৈধ মোবাইল ব্যবহার নিশ্চিত করার পথও সুগম করেছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ