ঢাকা, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

হাসান

রিপোর্টার

পে-স্কেল নিয়ে সুখবর: চূড়ান্ত হতে যাচ্ছে ডিসেম্বরেই!

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ০৮ ১৪:৫৮:৫২
পে-স্কেল নিয়ে সুখবর: চূড়ান্ত হতে যাচ্ছে ডিসেম্বরেই!

হাসান: সরকারি চাকরিজীবীদের আর্থিক সুবিধা বাড়াতে গত জুলাইয়ে নবম পে কমিশন গঠন করেছিল অন্তর্বর্তী সরকার। তবে কমিশনের চূড়ান্ত সুপারিশ জমা দেওয়া নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। কর্মচারীরা ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের আল্টিমেটাম দিলেও, কমিশন পরিষ্কার জানিয়েছে এই সময়ের মধ্যে প্রতিবেদন সম্পন্ন করা কঠিন।

কর্মচারীদের ডেডলাইন ও সতর্কবার্তা

৩০ নভেম্বরের মধ্যে সুপারিশ জমা না হওয়ায় বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন শুক্রবার (৫ ডিসেম্বর) শাহবাগের শহীদ মিনারে মহাসমাবেশ করে। সেখানে তারা তিনটি মূল দাবি পেশ করে-

১৫ ডিসেম্বরের মধ্যে নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ

২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো কার্যকর

সময়সীমা মানা না হলে ১৭ ডিসেম্বর কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি

কমিশনের অবস্থান: ‘চাপ নয়, নিয়মমাফিক কাজ’

কমিশনের প্রজ্ঞাপনে সুপারিশ দেওয়ার সময়সীমা নির্ধারিত আছে আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। যদিও কমিশন দ্রুত কাজ শেষের চেষ্টা করছে, তারা কর্মচারীদের দেওয়া আল্টিমেটামকে কার্যত গুরুত্ব দিচ্ছে না।

কমিশনের এক সদস্য গণমাধ্যমকে জানিয়েছেন-

চূড়ান্ত প্রতিবেদন তৈরির কাজ ও লেখালেখি অনেকটাই এগিয়েছে।

শিগগিরই সুপারিশ জমা দেওয়ার চেষ্টা চলছে।

তবে বাস্তবতা হলো ১৫ ডিসেম্বরের আগে কমিশনের হাতে কার্যদিবস মাত্র সাতটি, যা দিয়ে সম্পূর্ণ প্রতিবেদন তৈরি করা ‘অসম্ভব’ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

সুপারিশ জমা আরও পিছোতে পারে

সরকারি ও কমিশন-সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র মনে করছে, পুরো ডিসেম্বর জুড়েই চলছে কাজ, এবং মাসের শেষ নাগাদের আগে সুপারিশ জমা হওয়ার সম্ভাবনা কম।

সব মিলিয়ে, কর্মচারীরা ডিসেম্বরেই কোনো ‘সুখবর’ পাবেন বলে আশা করলেও, বাস্তব পরিস্থিতি বলছে উত্তর পেতে তাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ